শেষ ওভারের নাটকীয় মুহূর্ত!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Gemini_Generated_Image_hl1dp6hl1dp6hl1d.png

Image Created by AI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল থেকে সুপার ৪ এর খেলা শুরু হয়েছে আর প্রথম খেলা ছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে। এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এখানে ছিটকে যাওয়া মানেই বেরিয়ে যাওয়া পুরো। সামনের দুটোর মধ্যে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে একটা সুযোগ আছে সেমিফাইনালে। তবে গতকালকের ম্যাচটা একটা অবিস্বরণীয় ম্যাচ ছিল অর্থাৎ বাংলাদেশের খেলা দেখে রীতিমত অবাক। আমার মনে হয় না বিগত ১০ বছরে বাংলাদেশের এইরকম কোনো পারফরম্যান্স ছিল। শ্রীলংকার সাথে তাও আবার। যাইহোক, গতকাল দুবাইয়ের মাঠে এই খেলাটা হয়েছে আর বাংলাদেশ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের বোলিং মুভমেন্ট খারাপ ছিল না প্রথমের দিকে। শ্রীলংকাও মোটামুটি পাওয়ার প্লে ওভার ভালোই শুরু করে দিয়েছিলো। তবে তাসকিন আহমেদ এর কাছে কট খেয়ে যায়। কুশল মেন্ডিস আর পেরেরা বেশ খানিক্ষন ম্যাচটাকে জমিয়ে রেখেছিলো। শ্রীলংকার উইকেট পড়ছিলো ঠিকই, কিন্তু তাও রান উঠছিলো। প্রথমের থেকে লাস্ট ১৩ ওভার পর্যন্ত উইকেট আর রান সমান তালে চলেছে। তবে বাংলাদেশের বোলিং মুভমেন্ট এর সামনে ভালো উইকেট পড়েছে। শ্রীলংকার ম্যাচ প্রায় শেষের পথে ছিল, তবে শানাকা এখানে দুর্দান্ত ব্যাটিং করেছে, একদম পিউর ঝাড়া রান যাকে বলে। তবে শানাকাও এতো রান করতে পারতো না, বাংলাদেশের নাসুম না কে যেন দুটো ক্যাচ ছেড়েছে, প্রথমটা যদিও একটু কঠিন ছিল, কিন্তু দ্বিতীয় ক্যাচটা হাতের ছিল, এটা ধরা উচিত ছিল।

যাইহোক, শানাকা এখানে ৬৪ রানের একটা বড়ো ইনিংস খেলায় রান ১৭০ এর কাছাকাছি পৌঁছায়। মোটামুটি রান একেবারে খারাপ ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু বাংলাদেশ এর প্রথম ওপেনিং দেখে সবার মনে একটা হতাশা জেগেছিলো যে, এ ম্যাচ শেষ হয়ে যাবে অর্থাৎ খুব দ্রুত অলআউট হয়ে যাবে। প্রথম ওভারে আর দ্বিতীয় বলেই বোল্ড আউট। তুষারার এই লেন্থ এর বল যে টেকনিক খাটিয়ে খেলতে পারবে, সে ভালো রান করতে পারবে, কারণ এইসব লেন্থের বলে থাকে গতি আর এঙ্গেলে ঘুরিয়ে অর্থাৎ শুধু ছুঁয়ে দিতে পারলেই বাউন্ডারি। তবে জিরো রানে আউট হলেও সাইফ দুর্দান্ত ব্যাটিং করেছে। লিটনও এসে ভালো শুরু করে দিয়েছিলো।

তবে লিটন পরে আউট হয়ে গেলেও হৃদয় আর সাইফ দুইজনে ব্যান্ড বাজিয়ে ছেড়েছে। মারাত্মক ব্যাটিং করেছে, আমিতো মুগ্ধ হয়ে গেছি এদের ব্যাটিং দেখে, আর ভাবছিলাম এতদিন কোথায় ছিল। এদের এইরকম ব্যাটিং এর আগে যত ম্যাচ দেখেছি, তার মধ্যে খুবই রেয়ার ছিল। পুরো রান বের করে দিয়ে গেছে এরা দুইজনে। তবে সাইফ এর আউটটা কিছু করার ছিল না, অনেক সময় ফুলটস বলও মিস যায়। তবে বাকি খেলাটা হৃদয় টেনে দিয়েছে। এতো ভালো খেলার পরেও আমি বলবো, বাংলাদেশের এখনো যথেষ্ট বোধ-বুদ্ধির প্রয়োজন আছে।

কারণ লাস্ট ১ রানের জন্য যে কীর্তি করলো, সেটা বলার মতো না। যেখানে একটা সিঙ্গেল নেওয়া উচিত, সেখানে আনন্দের জন্য অর্থাৎ আমি বাউন্ডারি মেরে ম্যাচ জেতাব, এই যে মনোভব এটা খুবই বাজে। এটা সব ক্ষেত্রে কাজে দেয় না। আর বাংলাদেশ কিন্তু শেষে এসে এই করে হেরে যায়। ১ টা রানের জন্য পরপর উইকেট পড়লো, নিজেদের জ্ঞানহীনতার ফল এটা। শেষে একটা সঙ্কটাপূর্ণ পরিস্থিতি তৈরি করে ফেলেছিলো। যাইহোক, ম্যাচটা জিতেছে এটাই অনেক, পরের ম্যাচে একটা ভালো কনফিডেন্স পাবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png