শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ23 hours ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর আরেকটা প্যান্ডেল এর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে ভগবতী পার্কের পুজোটা দেখার পরে আমরা শ্রীভূমির দিকে যাচ্ছিলাম সোজা। কিন্তু যেতে যেতে একটা ভেতরের রাস্তায় দেখলাম পরপর বেশ কয়েকটা পুজো হচ্ছে। প্যান্ডেলগুলো যদিও তেমন বড়ো না, এমনিতে ভেতরে অলিগলিতে তেমন বিশেষ কোনো বড়ো বাজেটের পুজো হয় না। সেক্ষেত্রে তাও দেখলাম ভালো করেছে কয়েকটা প্যান্ডেলের পুজো। এই প্যান্ডেলের কোনো থিম থাকে না, এমনিতেই পাড়ার পুজো হিসেবে ক্লাব কতৃপক্ষের থেকে আয়োজন করে থাকে সাধারণ ভাবে। তো যেতে যেতে ভাবলাম, কাছেই যখন, তখন কয়েকটা দেখেই তারপর সামনের দিকে যাবো। এটা শ্যামনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত একটি পুজো।

Photo by @winkles

প্যান্ডেলটি রাস্তার ধরেই করা আর প্যান্ডেলের নকশা বেশ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে তারা। এটা দেখেই বোঝা যাচ্ছে, একদম রাজমহলের আদলে তৈরি করা একটা প্যান্ডেল। উপরের দুর্গের মতো ডিজাইন করা এবং সবগুলো স্তম্ভে মন্দিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নিচের সমস্ত ফ্রেমগুলো দেখে কাঠের ফ্রেমের মতো মনে হচ্ছে। এখানে জানালার ফ্রেমগুলো একদম একটা বাড়ির বা কোনো মন্দিরের ডিজাইনের সাথে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আসলে বিষয়টা ছোট করে উপস্থাপন করলেও কারুকার্যের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছে। এইবার প্যান্ডেলের অভ্যন্তরীণ বিষয়গুলো যদি দেখা যায়, তাহলে বিষয়গুলো অনেক সাধারণের মতো ডিজাইন করেছে, কিন্তু সাধারণের মাঝেও সৌন্দর্যটা বেশ ভালো প্রকাশ পেয়েছে।

Photo by @winkles

Photo by @winkles

বিশেষ করে ঝাড়বাতির মাধ্যমে ভেতরের আলোকসজ্জার বিষয়টা ভালো মানিয়েছে। এছাড়া দেয়ালের গায়ে যেসব কাঠের ফ্রেমের মতো কারুকার্য করেছে, তা দেখতে অসাধারণ হয়েছে। কারণ এখানে ওভাল ও বৃত্তাকার আকৃতির যে অলংকারের মতো ডিজাইন তৈরি করেছে, তা বাস্তবে থার্মোকল আর ফাইবারের মাধ্যমে সাজানো। আর ডিজাইনগুলো ভালো লাগার একটা কারণ হলো, এখানে ফুলের নকশার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

Photo by @winkles

সবথেকে এখানে রঙের মিশ্রণটা ভালো ম্যাচ করেছে সবকিছুর সাথে। সবকিছুর সাথে মিলমিশ করে প্যান্ডেলের আভিজাত্য ফুটিয়ে তুলেছে তারা। সবমিলিয়ে যদি এই প্যান্ডেলের সার্বিক বিশ্লেষণ করা যায়, তাহলে ভেতরের সমস্ত কারুকার্যগুলো পুরোটা হাতের মাধ্যমে ডিজাইন করা এবং এর মাধ্যমে আধুনিকতার ভালো একটা মিল রেখেছে। যাইহোক, এরপর আমরা প্যান্ডেলের ভেতরে ঘোরাঘুরি করে মায়ের কাছে গিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

@winkles, আপনার দূর্গা পূজার প্যান্ডেলের ছবিগুলো দেখে মুগ্ধ হলাম! শ্যামনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলটি সত্যিই খুব সুন্দর, বিশেষ করে রাজমহলের আদলে তৈরি করা নকশা এবং ভেতরের কারুকার্যগুলো অসাধারণ। আলোকসজ্জা আর রঙের মিশ্রণ প্যান্ডেলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার ফটোগ্রাফি দক্ষতা চমৎকার, প্রতিটি ছবিতে প্যান্ডেলের ডিটেইলস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের স্থানীয় উৎসবের ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার পোস্টটি অন্যদেরকেও উৎসাহিত করবে তাদের এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে।

আপনার এই পোস্টে মন্তব্য করে এবং আপভোট দিয়ে সবাই উৎসাহিত করুন, যাতে @winkles আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন। দূর্গা পূজার শুভেচ্ছা! ✨