এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৪৯ )

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইকো পার্ক থেকে। ইকো পার্কে আসলে পদে পদে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় সিস্টেম তৈরী করা থাকে, যা দেখে মনটা মুগ্ধ হয়ে যায়। এই ছবিটা তুলেছিলাম পার্কের গার্ডেন এরিয়া দিয়ে হাঁটার সময়ে। এখানে কিছু এইরকম ছাউনি সহ বসার স্থান তৈরী করা আছে। সব আলাদা আলাদা ডিজাইন এর মাধ্যমে তৈরী করা। এছাড়াও অন্যান্য ডিজাইন এর মধ্যে ছত্রাক এর ডিজাইন-এ সেট করাও আছে। গার্ডেন এর পাশে আসলে এইরকম দৃশ্য আসলেই মনমুগ্ধকর। আর এর আশেপাশে গাছের সারিবদ্ধতা যেনো পরিবেশটাকে আরো সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। এইরকম পরিবেশ আর এইরকম আধুনিক ছাউনির নিচে বসে ভালো একটা সময় অতিবাহিত করা যায়।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইস্কন এর ভেতরে গো-শালা থেকে। গত একটা পোস্টে গো-শালার সামনের গেটের কিছু বিষয় তুলে ধরেছিলাম । তো এর পরে আমরা গো-শালার ভেতরে প্রবেশ করেছিলাম। এখানে অসংখ্য প্রজাতির গরু আছে, যার মধ্যে অনেকের বয়স প্রায় ৪০-৫০। অনেক গরুই বয়স্ক, তবে এদের উচ্চতা আর শারীরিক গঠন দেখলে সেটা মনে হয় না। এইসব আবার ভালো করে দেখাশোনা না করলে বেশিদিন বাঁচে না। তবে এদের প্রতিদিন নানা প্রকারের খাবার, ভ্যাকসিন ইত্যাদি মেইনটেনেন্স এর মাধ্যমে রাখে। এতে দৈনিক প্রচুর খরচা হয়ে থাকে, প্রায় ৫৫ হাজারের মতো। অনেকে যারা যায় দেখতে তারা যে যার মতো ডোনেশন দিয়ে থাকে। তাছাড়া তারা বাইরের থেকে আলাদা ফান্ডিং পেয়ে থাকে। তো যাইহোক, এখানে বিভিন্ন প্রজাতির গরু দেখলে মনের দিক থেকে ভালো লাগে। এখানে কিছু প্রজাতির গরুর মুখের গঠন এত কিউট যে, দেখলেই চোখ ফেরাতে ইচ্ছা হয় না।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম গ্রামের ভেতর থেকে। এটা তুলেছিলাম এক বর্ষার বিকেলে, প্রায় বলা যায়, এইরকম সময়ে। তবে এখানে যে সোনালী ধান দেখা যাচ্ছে, সেগুলো গরমের ধান। তখন প্রায় অনেক জমিতে পেকে গেছিল। এখানে আবার কিছু কিছু জমিতে মাচা করে সবজি চাষ করা ছিল। এখানে বেশিরভাগ চিচিন্গা চাষ করা হয়ে থাকে এই পদ্ধতিতে। তো যাইহোক, মূলত আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো বর্ষার বিকেলে গ্রামের প্রকৃতিকে মন ভরে উপভোগ করা। এটা কিন্তু ঠিক যে, বর্ষার পরে প্রকৃতির সৌন্দর্য যেনো আরো বেশি ভালো লাগে। চারিদিকে যেনো সবুজের সমারোহ নতুন সাজে সেজে ওঠে। সবুজে মোড়া গ্রামের সৌন্দর্য সহজেই মানুষকে মোহিত করে তোলে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম দুর্গা পুজোর সময়ে। দুর্গা পুজোর মুহূর্তে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের উপরে ছবি তুলেছিলাম আর সেগুলো এখানে তুলে ধরছি পরপর। এখানে বেশ কিছু ডিজাইন এর মাধ্যমে তুলে ধরা হয়েছে সভ্যতাকে। এই নকশাগুলো কাঠের মাধ্যমে তুলে ধরা রয়েছে। মাঝে একটা গণেশ এর মুখের ডিজাইন করা। এছাড়া কিছু লাইটিং এর দৃশ্যও এখানে তুলে ধরা রয়েছে, ডিজাইনগুলো দেখতেও অসাধারণ লাগছে। এখানে একটা ঝাড়বাতি লাগানো আছে, যেটার ডিজাইন এক কথায় মনমুগ্ধকর । এরপরে কিছু মূর্তির ডিজাইন আছে, এইগুলো দেখলে মনটা এমনিতেই ভরে যায়। তাছাড়া এখানে কালার এর দিকে যে ফিনিশিং করা আছে, সেটা চোখ জুড়ানো। ব্যাক গ্রাউন্ড ডিজাইন আরো বেশি সুন্দর লাগছে এখানে। সব মিলিয়ে বিষয়টা এমন ভাবে ফুটে উঠেছে যেটা এক কথায় আকর্ষণীয়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Absolutely stunning, @winkles! Your photographic journey through the eco-park, the ISKCON Goshala, the village landscapes, and the Durga Puja festival is a vibrant tapestry of life and culture. Each set of photos tells its own unique story, from the serene beauty of nature to the intricate artistry of cultural celebrations.

I especially loved the photos of the cows at the Goshala; their expressions are so endearing! And the Durga Puja images capture the incredible detail and craftsmanship of the festival. Thanks for sharing these beautiful moments with us—they truly bring a sense of joy and wonder. Which location was your favorite to photograph and why? I'm eager to hear more about your experiences!