হ্যাপি দিওয়ালি ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি কালী পুজোকে কেন্দ্র করে তৈরী করেছি। আমাদের এখানে কালী পুজোও দুর্গা পুজোর মতো অনেক বড়ো ধুমধাম করে হয়ে থাকে। আজকে থেকে পুজো শুরু হয়ে গিয়েছে। এখানে দিওয়ালিতে প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি জ্বালানো হয়ে থাকে। তাছাড়া প্রত্যেক বাড়িতে কালী পুজোর সময়ে লাইটিং করা হয়ে থাকে। এই দৃশ্যগুলো অত্যন্ত আকর্ষণীয় আর মনোমুগ্ধকর। আরো আকর্ষণীয় দিক হলো, এখানে বাজি ফাটানো হয় প্রচুর পুজোর দিনে।
সন্ধ্যার থেকে সারা রাত একপ্রকার চলতেই থাকে। তো যাইহোক, এই দিনটিকে কেন্দ্র করে মূলত এই আর্ট করা। এখানে আর্ট এর মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে অর্থাৎ একটা বাড়িতে প্রদীপ জ্বালানোর দৃশ্য আর বাজি ফাটানোর একপ্রকার দৃশ্য। কালী পুজো এইবার বিশাল আয়োজনের মধ্যে দিয়ে হচ্ছে, পুরো শহর যেনো লাইটিং আর প্যান্ডেল এর ঝলকানিতে সেজে উঠেছে। যাইহোক, আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🌾উপকরণ:🌾
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

🍃প্রথম ধাপে- একটা বাড়ি অঙ্কন করে নিয়েছি সম্পূর্ণভাবে। এরপর তাতে একটু ডিজাইন করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি অর্থাৎ অঙ্কন এর মাধ্যমে। এরপর কিছু বাজি উপরে উঠে ফেটে গেছে এইরকম দৃশ্য তুলে ধরেছি। সেই সাথে হ্যাপি দিওয়ালি লিখে দিয়েছিলাম।

🍃দ্বিতীয় ধাপে- সব অঙ্কন এর পরে কালো কালার পেন এর কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

🍃তৃতীয় ধাপে- মোম রং দিয়ে বাড়িটা কালার করে দিয়েছিলাম।

🍃চতুর্থ ধাপে- প্রদীপ এবং অন্যান্য সবকিছুতে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






দিওয়ালি উপলক্ষে দারুন একটি চিত্রকর্ম উপস্থাপন করেছেন দাদা। আপনার আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।