INDEPENDENCE DAY উপলক্ষে একটি চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম independence day উপলক্ষে। এইবার ৭৯ তম independence day ছিল ভারতে। independence day উপলক্ষে সারা ভারত জুড়ে এই দিনটিকে অনেক সুন্দরভাবে পালন করা হয়ে থাকে, সেটা যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে স্কুল, কলেজে অনেক সাজানো হয়ে থাকে জাতীয় পতাকা দিয়ে। জাতীয় পতাকাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়ে থাকে। জাতীয় পতাকা উত্তোলনসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একসাথে সামাজিক ভেদাভেদ ভুলে চলা এইসব কিছু প্রতিজ্ঞা করে চলা হয়ে থাকে।
independence day শুধু একটা তারিখ হিসেবে দেখা হয় না, বরং গর্ব, ত্যাগ এবং একটা নতুন প্রতিজ্ঞার দিন হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এছাড়া এই দিনটি আমাদের সেইসব সংগ্রামী মানুষদের স্মরণ করিয়ে দেয়, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। এখানে আমি সেই উপলক্ষে একটি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটি আর্ট করেছি, যেখানে দুইজন ছাত্রছাত্রীরা মিলে জাতীয় পতাকাকে সম্মাননা প্রদান করছে। আশা করি আজকের অঙ্কনটি অনেকের কাছে ভালো লাগবে।
![]() |
---|
✠উপকরণ:✠
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
❣এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
---|
❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে দুইজন ছাত্রছাত্রীর চিত্র এঁকে দিয়েছিলাম এবং পরে উত্তেলিত জাতীয় পতাকার দৃশ্য এঁকে দিয়েছিলাম। এরপর স্কুল এর একটা পাশ এঁকে সাইডে কিছু পারিপার্শ্বিক পরিবেশ এর মতো তৈরী করে দিয়েছিলাম।
![]() |
---|
❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে জাতীয় পতাকা এবং আশেপাশে যে ডিজাইন করেছিলাম, তাতে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖চতুর্থ ধাপে- স্কুল এর যে অংশটুকু এঁকেছিলাম তাতে এবং সেই সাথে গ্রাউন্ডে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖পঞ্চম ধাপে- দুইজন ছাত্রছাত্রীকে কালার করে দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Absolutely beautiful work, @winkles! Seeing your Independence Day art truly brings a smile. The way you've captured the spirit of patriotism and respect for the national flag, especially through the eyes of schoolchildren, is heartwarming.
The step-by-step breakdown of your process, from the initial sketch to the final vibrant colors, is fantastic. It's inspiring to see your dedication and skill shine through each stage. This is the kind of creative expression that resonates deeply, and it's no wonder it's trending!
Keep creating and sharing your amazing art with us. What other national or cultural themes inspire your work? I'm eager to see what you come up with next! ✨