ড্রামেটিক ফিনিসিং ম্যাচ!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ ছিল। ম্যাচটা যাইহোক শেষ পর্যন্ত বেশ রোমাঞ্চকর ছিল। গতকাল এর ম্যাচ এর মাধ্যমে এই টি২০ সিরিজের বিষয়টা নির্ধারণ হয়ে গেলো। যাইহোক, গতকাল অস্ট্রেলিয়া টসে জিতে আগে ফিল্ডিং করার ডিসিশন নিয়ে নেয়। কেয়ার্নস মাঠের পিচ এক কথায় দুর্দান্ত পিচ। এই পিচে রান বেশ ভালো করা যায়, কারণ এখানে বোলিং ইফেক্টটা অনেকটা কম পড়ে। তবে লেন্থ এর দিক থেকে বল একটু টার্নিং নেওয়ার চান্স থাকে। আর এই ধরণের পিচে দ্বিতীয় হাফে ব্যাটিং করলে চেজ এর ক্ষেত্রে একটু সুবিধাও পাওয়া যায়।
কারণ প্রথম অর্ধে বল করার পরে দ্বিতীয় অর্ধে সুইম খুব কম হয়, ফলে ব্যাটিং এর চান্সটা খুব বেশি ভালো থাকে। যাইহোক, সাউথ আফ্রিকার এক্ষেত্রে ব্যাটিং বিপর্যয় একপ্রকার থামছেই না। কারণ তাদের ওপেনিং পুরো নড়বড়ে হয়ে গেছে। যদিও এই দুইজনের ব্যাটিং পজিশন খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে এই অস্ট্রেলিয়া সফরে চলাকালীন সিরিজের একটাতেও ভালো পারফর্ম নেই। আর সব থেকে মুশকিল বিষয় হলো টি০ তে প্রথমের দিকেই নড়বড়ে অর্থাৎ রান না করতে পারলে তা রিকোভারি করাটা একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মার্করাম আর রিকেলটন তাদের সব থেকে বেস্ট ওপেনার, যদিও মার্কারম আগে ওপেনে ব্যাটিং করতো না। কিন্তু তাও যাইহোক, এখানে সে একজন ক্যাপ্টেন হিসেবে একটা দায়িত্ব নিয়ে খেলাটা জরুরি ছিল।
প্রথমেই একদম ধস নামিয়ে দিয়েছিলো গত ম্যাচের মতো। এই ম্যাচেও রান করার দায়িত্বটা পুরো ব্রেভিস তুলেছিল, কারণ তাদের আর কোনো ব্যাটসম্যান সেভাবে সেট হতে পারেনি। লাস্টের দিকে কয়েকজনের মিলিত রান আর ব্রেভিস এর রান মিলিয়ে ১৭২ রানের টার্গেট তৈরি করে তাদের বিরুদ্ধে। কিন্তু এই রান করাটা মুশকিল না হলেও সাউথ আফ্রিকার বোলাররা তৈরি করে দিয়েছিলো। ভালোই বোলিং এর ফিল্ডিং ছিল তাদের আটকানোর জন্য। ভালোই প্ল্যানিং ছিল, কিন্ত এই রানে শেষ রক্ষা আর হয়নি। ওপেনে মিচেল মার্শ বরাবরই ভালো খেলে একটা ব্যাটার পজিশনে দিয়ে যাচ্ছে। কিন্তু তার পরে পরপর ৩-৪ জন মারাত্মক ফ্লপ খেলে গেছে। বলতে গেলে এই রানেই যেন তাদের টেনশন ধরিয়ে দিয়েছিল কিছুটা সময়ের জন্য হলেও।
কিন্তু আমি বরাবরই এই সিরিজ নিয়ে বলার সময়ে একজনের নাম বারবার বলি অর্থাৎ ম্যাক্সওয়েল এর কথা। অর্ধেক ম্যাচে ব্যাটিং এর দিক থেকে ফ্লপ খেললেও মাঝে মাঝে যখন একবার সেট হয়ে যায়, তখন কাল হয়ে দাঁড়ায়। এখানে সাউথ আফ্রিকার জন্যও কাল হয়ে দাঁড়ালো। লাস্টে খেলায় রোমাঞ্চ এনে দিলো ম্যাক্সওয়েল। খেলা এক পর্যায়ে সাউথ আফ্রিকার দিকেই ঘুরে গিয়েছিলো, কিন্তু ম্যাক্সওয়েল কয়েক ওভার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে নিজেদের দিকে নিয়ে এলো। উইকেট প্রায় পড়েই গিয়েছিলো, সেখানে ম্যাক্সওয়েল না থাকলে এই সিরিজ সাউথ আফ্রিকার দিকেই যাচ্ছিলো প্রায়। বেশ টানটান উত্তেজনা ছিল শেষের মুহূর্তের দিকে, এদিকে সাউথ আফ্রিকার জেতার জন্য দুই উইকেট দরকার, ওদিকে অস্ট্রেলিয়ার জেতার জন্য ১০-১৫ রান দরকার। এইরকম খেলা দেখতেও ভালো লাগে, কারণ ম্যাচ কোনদিকে যাবে বোঝা যায় না।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যালো @winkles!
What a thrilling recap of the South Africa vs. Australia T20 match! Your passion for cricket really shines through, and you've captured the rollercoaster of emotions perfectly. The way you described Maxwell's game-changing innings had me on the edge of my seat, even though I already knew the outcome! It's fantastic how you broke down the key moments and player performances, making it easy for any cricket fan to dive right in.
The image you used is awesome too! It adds a nice touch to the post.
Keep up the great work bringing the excitement of sports to Steemit! I'm eager to see what match you'll be covering next. Which team are you supporting in the next match, @winkles?