এশিয়া কাপের ইতিহাসে সবথেকে দ্রুততম জয়!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আরব আমিরাতের মধ্যে এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যদিও হিসেবে একটু বলতে হয় যে, আরব আমিরাত একদম নতুন একটা টিম আর ইন্ডিয়ার সামনে একদম কাঁচা টিম এই মুহূর্তে। তারপরেও এই বছর এশিয়া কাপে খেলার মতো জায়গা অর্জন করে নিয়েছে তারা। এই দুবাইয়ের পিচে যেমন পরিস্থিতি হোক না কেন, ইন্ডিয়া কন্ফার্ম জিতবে এটা সবাই জানতাম। তবে হিসেবে এই দুবাইয়ের পিচ পরিস্থিতি নিয়ে একটু বলি, এটা আসলে রান করা যায় না তা নয়। করা যায়, কিন্তু একটু সমস্যা হয় প্রথমের দিকে।
আর যেখানে পিচে কোথাও অল্প ঘাস আবার কোথাও একদম ফাঁকা, সেখানে ব্যাটসম্যানদের একটু সাবধানে খেলতে হয়, নাহলে আউট হওয়ার চান্স একটু বেশিই থাকে। এখানে নতুন বল হিসেবে কিন্তু একটা সুবিধা আছে বোলারদের ক্ষেত্রে, কারণ বাউঞ্চ এর সম্ভাবনা ভালো থাকে, বিশেষ করে পেসারদের জন্য। আর এতে ভালো ফলও পায় উইকেট টেকারের ক্ষেত্রে। আবার এতে প্রথম দিকে যেমন পেসারদের জন্য ভালো সুযোগ থাকে, সেইরকম ম্যাচের সময় যত গড়ায়, তত স্পিনারদের জন্য সুবিধা তৈরি হয়, কারণ তখন পিচ অনেকটা স্লো মুডে চলে যায়। আর আরবে অর্থাৎ দুবাইয়ে দিনের বেলা প্রচন্ড তাপ থাকে।
এই তাপের কারণে তাই খেলা আধা ঘন্টা বাদে শুরু হয়েছে। আর এই পিচে আগের ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী আগে ব্যাট করে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে ৫০% এর উপরে। তার মানে এখানে আরবের একটা চান্স নেওয়া উচিত ছিল, কিন্তু এখানে অনুভবেরও অনেক বিষয় থাকে। যাইহোক, এখানে ইন্ডিয়া টস জিতে আগে ওদের ব্যাটিং করার সুযোগ দিয়েছিলো। আরবের এই টিমটাও কিন্তু এশিয়ার বিভিন্ন দেশের প্লেয়ার নিয়েই গঠিত, এদের টিমে ইন্ডিয়ান প্লেয়ারও আছে অনেক। যাইহোক, শুরুতে তাদের ব্যাটিং একেবারে খারাপ ছিল না, ওপেনে ভালোই খেলছিল দুইজনে। কিন্তু অবশেষে এই দুইজনের আউট হওয়ার সাথে সাথে পার্টনারশীপ ধ্বংস হলো আর সেই সাথে আগাগোড়া ঝপাঝপ আউট হয়ে গেলো।
এক কুলদীপের কাছে ধরা খেয়ে গেলো। মাত্র ১৩ ওভারেই শেষ তাদের উইকেট আর রান হয়েছে মাত্র ৫৭ রান। এটা মনে হয় বিগত ১০ বছরে সর্বনিম্ন রান, বিশেষ করে এশিয়া কাপে এই প্রথমবার মনে হচ্ছে। এই রান দেখে ভাবছিলাম ইন্ডিয়া আর কি ব্যাট করবে, কারণ ইন্ডিয়ার যে ওপেনার পজিশন, তাতে দুই বাড়ি দিয়ে এই রান ক্যাপচার করে ফেলবে। অভিষেক আর গিল দুইজনেই তো ৪ ওভারেই ফিনিশ করে ফেলেছে। একদম সহজে ম্যাচ জিতে গিয়েছে। ক্রিকেট ইতিহাসে, বিশেষ করে এশিয়া কাপে এই প্রথম দ্রুত জয় লাভ আর এতো শর্ট রান।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


আরব আমিরাতের সাথে ভারত জিতে যাবে সেটা আমরা জানতাম। তবে এত দ্রুত জিতে যাবে সেটা কেই ভাবে নাই। দারুন ম্যাচ হয়েছে।