Wildlife Photography//by//Date:25 October 2023steemCreated with Sketch.

in Steemit Global2 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি অনেক ভাল আছেন আমিও অনেক ভাল আছি,@Worldphotography communityr আবারো একটি Wildlife Photography প্রতিযোগিতায় অংশ গ্রনণ করলাম। আসা করি আপনাদের অনেক ভাল লাগবে।



📸 Wildlife Photography 📸


received_1477310299464374.jpeg

আমাদের পৃথিবীতে অসংখ্য অনেক প্রাণী রয়েছে তার মধ্যে কিছু কিছু প্রাণী রয়েছে যারা আমাদের আশপাশেই বসবাস করে আমাদের প্রতিবেশীর মত তারা আমাদের চারপাশেই ঘোরাঘুরি করে। কিন্তু আবার অনেকগুলো প্রাণী রয়েছে যে তারা বনে বসবাস করে। তাদের গন্তব্যস্থান হচ্ছে বন জঙ্গল। তাদেরকে বন জঙ্গলে গেলে আমরা দেখে থাকি। অসংখ্য হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে বন জঙ্গলে। আর আমি আপনাদের মাঝে যে প্রাণীটির ছবি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সেটি হচ্ছে একটি বন্য হরিণ। এই হরিণটি জঙ্গলে দেখা যায়। কিন্তু এখন বর্তমানে অনেক প্রাণীকে আমাদের দেশের মানুষেরা তাদের। ধরে ধরে অনেক জায়গায় রেখেছে। অনেক চিড়িয়াখানায় এদেরকে ধরে রাখা হয়েছে। চিড়িয়াখানায় গেলে এই বন্যপ্রাণী এগুলোকে অনেক দেখা যায়।

received_521463486468452.jpeg
received_813016136568718.jpeg



SubjectWildlife Photography
PhoneOukitel c21
LocationBangladesh
Photographer@biplob25

আসা করি আপনাদের সবার অনেক ভাল লেগেছে। আপনারা সবাই অনেক ভাল থাকবেন ।

✨ধন্যবাদ সবাইকে ✨

Best regard,
@biplob25