RE: Steemit Update [July 14th, 2025] : Steemit Challenge Season 25 - Week 5
Steemit Challenge Season 25 এর ৫ম সপ্তাহের আপডেট পড়ে সত্যিই খুব ভালো লাগলো। নতুন ফ্রিস্টাইল কাঠামো ও বৈচিত্র্যপূর্ণ চ্যালেঞ্জগুলো এই প্ল্যাটফর্মকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলছে।
বিশেষ করে এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো,যেমন Coleslaw Salad, Drawing Realistic Style Anime, Biscuit Pudding, Customize your Denim Fabric Accessories with Fabric Painting এবং Community World Tour : Traditional Music and Dances,বিভিন্ন ধরনের আগ্রহ ও প্রতিভার অংশগ্রহণকারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে।
“Steem Atlas - Week 05 - Institutions” ও “Strength Emphasis” এর মতো থিম ভিত্তিক বিষয়বস্তু শিক্ষনীয় ও চিন্তাভাবনামূলক অংশগ্রহণে উৎসাহিত করবে বলে মনে করি।
এছাড়াও, প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা আলাদা টিম থাকা, তাদের মন্তব্যের মাধ্যমে গাইডলাইন দেওয়া, এবং প্রতিটি সপ্তাহ শেষে সেরা ৬ জনের নাম ঘোষণা করা,এটি প্রতিযোগিতাটিকে স্বচ্ছ ও প্রেরণাদায়ক করে তোলে।
Steemit টিমকে আন্তরিক ধন্যবাদ এতো সুন্দরভাবে Season 25 কে পরিচালনার জন্য। আমি আশাবাদী, সক্রিয় সদস্যদের অংশগ্রহণে এই সপ্তাহটিও হবে সফল ও উৎসবমুখর।