বৃষ্টি ভেজা ঘাস।

in #steemitlast year

1000082395.jpg



ছবিতে দেখতে পাচ্ছেন ঘাসের উপরে বৃষ্টি ফোঁটা কুয়াশার মত জড়িয়ে আছে আর বৃষ্টি হওয়ার কারণে ঘাসের উপরের যে ময়লা সেটা ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে যার কারণে ঘাস আরো সবুজ দেখাচ্ছে। আসলে এই ছবিটা রাতের বেলায় ক্যাপচার করা হয়েছে তুলনামূলক রাতের বেলায় ঘাসের ছবিটা যেরকম অন্ধকার আসার কথা সে রকম অন্ধকার আসেনি কারণ বৃষ্টির পানিতে ঘাস আরো বেশি সবুজ লাগছিল যার কারণে ঘাসের উপরে আলোর প্রতিফলন হচ্ছিল তাই আরো ফোন ক্যামেরায় স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.