ফোটোগ্রাফি পোস্ট] প্রোফেসর শঙ্কু পার্কে একদিন : পর্ব - ০১

in #steemit2 years ago

গতকাল ছিল রোববার । প্রত্যেক রবিবারটায় টিনটিনকে নিয়ে একটু ঘুরতে বের হই । তো, গতকাল বিকেলে ভাবলুম যে যাই প্রোফেসর শঙ্কু পার্কে একটু ঘুরে আসি টিনটিনকে নিয়ে । এই পার্কটায় আগে কোনোদিন যাওয়া হয়নি, কিন্তু পার্কটির কথা শোনা ছিল আগে ।

সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর নামে পার্কটি । এটি মূলত একটি ফ্যান্টাসি পার্ক । সত্যজিতের কল্পবিজ্ঞান সিরিজের প্রায় সব ক'টি গল্পের নায়ক এই প্রোফেসর শঙ্কু । খুব ছোটবেলা থেকে শঙ্কু পড়েছি আমি । আমাদের ছেলেবেলায় প্রফেসর শঙ্কু যেমন পপুলার ছিল বর্তমানেও ক্ষুদে বই পোকাদের কাছে শঙ্কু সমান ভাবে আদৃত ।

জীবনের পড়া প্রথম শঙ্কু কাহিনী ছিল "প্রোফেসর শঙ্কু ও রোবু" । পড়ে একদম যাকে বলে আনন্দে উদ্বেলিত হিয়া । আমার পড়া প্রথম শঙ্কু বই হলো "প্রোফেসর শঙ্কুর কান্ডকারখানা" । তাই আমার ছোটবেলার হিরোর নামে এই ফ্যান্টাসি পার্কে যাওয়ার জন্য আমিও খুব আগ্রহান্বিত ছিলাম ।

শঙ্কু পার্কটা বাড়ি থেকে খুব একটা দূরে নয় । তাই বিকেল সাড়ে পাঁচটায় বেরিয়ে ছ'টার মধ্যেই পৌঁছে গেলাম পার্কে । টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখি সামনেই একটা বেশ বড় চত্বর । চত্বরের ঠিক মাঝখানটাতে রয়েছে প্রোফেসর শঙ্কুর বিশাল একটা প্রস্তর মূর্তি । মূর্তিকে ঘিরে রয়েছে অনেকগুলো ফোয়ারা । চত্বরের চারিদিকের দেওয়ালে রয়েছে প্রোফেসর শঙ্কুর চিত্র । এগুলো ওরিজিনালি সত্যজিৎ রায়ের আঁকা, এখানে কপি করা হয়েছে ।

চত্বরের পূর্ব কোণে প্রোফেসর শঙ্কুর ল্যাবের অনুকরণে বেশ কিছু গবেষণার সরঞ্জামের ভাস্কর্য রয়েছে । আর পশ্চিম কোণে রয়েছে সেই বিখ্যাত "রোবু", একটি রোবোট যেটা প্রোফেসর শঙ্কু কর্তৃক আবিষ্কৃত ।

সমগ্র পার্কটি মোট ছ'টি অংশে বিভক্ত । পরের পর্বে সেগুলো দেখাবো । আজকে শুধু প্রথম অংশ অর্থাৎ, চত্বরের ছবি শেয়ার করছি ।

প্রোফেসর শঙ্কুর মূর্তি । হাতে এনাইহিলিন পিস্তল, পাশে বেড়াল নিউটন ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

প্রোফেসর শঙ্কুর দেওয়াল চিত্র ও অলঙ্করণ ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

প্রোফেসর শঙ্কুর আবিষ্কৃত সেই বিখ্যাত রোবু।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

প্রোফেসর শঙ্কুর ল্যাব ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ২০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।