জেনারেল রাইটিংঃ লোকে যারে বড় বলে বড় সে নয়।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল। ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো আপনাদের সাথে।
আজ ভাইফোঁটা। আজ বোন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করে। ভাই বোনকে গিফট দিয়ে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। হিন্দু ধর্মের অনুসারীর এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করে। বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির। আমার বাংলা ব্লগের সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের জেনারেল রাইটিং এর বিষয় লোকে যারে বড় বলে বড় সেই নয়! আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
লোকে যারে বড় বলে বড় সে নয়।
মানুষ সামাজিক জীব। সমাজে মানুষের মতামতের গুরুত্ব অনেক কিন্তু সব সময় সব মতামত সমভাবে প্রযোজ্য নাও হতে পারে। মানুষ সমাজে বেঁচে থাকে সম্মান, মর্যাদা ও অধিকার নিয়ে।যার যে অবস্থান তাই নিয়ে। কেউ ধনী, কেউ গরিব; কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। এই পরিচয়ে মানুষকে থাকতে হয়। তবে এটাই মানুষের শেষ নয় কর্ম আসল। বৈষম্যের ভেতর দিয়েই সমাজে কেউ ‘বড়’ বা ‘ছোট’ বলে পরিচিত হয়ে ওঠে। কিন্তু আসলে লোকে যারে বড় বলে, বড় সেই নয়।
মানুষ তার পরিচয় বহন করে চরিত্রে, মনুষ্যত্বে, কর্মে, আচরণে ও স্বভাবে। মানুষের পরিচয় কখনও শুধু অর্থ, পোশাক, বা বাহ্যিক চাকচিক্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বড় মানুষ তিনি, যিনি মনুষ্যত্বে বড়, যাঁর হৃদয়ে আছে সহানুভূতি, ন্যায়বোধ ও বিনয়। যে ব্যক্তি অন্যের বিপদে এগিয়ে আসে,অসহায়কে সাহায্য করে, অন্যের সুখে আনন্দ পায়, সৎ ও পরিশ্রমি তিনিই আসলে বড় মানুষ।
কে কি বলল তাতে কিছু যায় আসেনা। আসল কথা হচ্ছে তিনি সৎ কিনা।সৎ লোকদের হয়ত অঢেল টাকা পয়সা নেই কিন্তু তারা সমাজের ক্ষতি করে না। বর্তমানে ঘুষ,দুর্নীতি, চুরি চামারি করে বিত্তশালী হলে বা ক্ষমতার হলে, লোকে বড় বলে! আসলে কি তাই! লোকে যাকে বড় বলে, সে হয়তো সম্পদে বা ক্ষমতায় বড় হতে পারে, কিন্তু যদি তার উপার্জন সৎ না হয়, চরিত্র ভালো না হয়, অহংকারী, স্বার্থপরতা, নিষ্ঠুর হয়, তবে সে কখনোই সত্যিকার বড় নয়।
আবারো বলছি কর্মেই মানুষের আসল পরিচয়।সে সৎ কর্ম করছে না অসৎ কর্ম করছে। তাই বাহিরের চাকচিক্যে বিভ্রান্ত না হয়ে আমাদের উচিত মানুষের আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য ও ভেতরের গুণকে মূল্য দেওয়া। প্রকৃত বড় হওয়া মানে হলো বিনয়ী, ভালো মানুষ হওয়া। সৎ থেকে, সত্য বলে,, অন্যের ভালো চাওয়া।এবং সমাজের সবাইকে সমান চোখে দেখে অন্যায়ের সাথে আপস না করে পথ চলা তাহলেই বড়। লোকে যারে বড় বলে, বড় সেই নয়, এই কথা আমাদের মনে রাখা উচিত। কারণ প্রকৃত বড় মানুষ তিনি, যিনি মানুষের আপন হয়ে উঠে, হৃদয়ে জায়গা করে নেন। আর তাঁর সৎ কাজের আলোয় শুধু নিজে নয়, সমাজকে আলোকিত করেন। তাই লোকে যারে বড় বলে বড় সেই নয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই আনন্দে থাকুন- নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
| শ্রেনী | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৩ শে অক্টোবর, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।



Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/selina_akh/status/1981410460218826767