বাংলাদেশী ভাই-বোনদের প্রতি কিছু কথা
আজ আমি কথা বলবো স্টিমিট নিয়ে। সত্যি বলতে গত কয়েকদিনে আমি অনেকের সাথে কথা বলেছি, নতুন নতুন সদস্যরা আমাকে নক করছে, কিছু জানতে চাচ্ছে, আমি তাদের ডাকে সারা দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি।
তাদের কথা শুনার চেষ্টা করেছি এবং তাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। সত্যি বলতে, তাদের সাথে কথা বলে আমি একেবারে হতাশ! আসলে হতাশ না হয়ে উপায় ছিলনা, কারন তাদের আগ্রহ একটাই, শুধুমাত্র আপভোট! কিভাবে বড় আপভোট পাওয়া যাবে? কতদিন পর পর বড় আপভোট পাওয়া যায়? আপভোট পাওয়ার সহজ উপায় কি? ইত্যাদি, ইত্যাদি।
আমি আরো আশ্চার্য হলাম, তাদের প্রশ্নের ধরন দেখে, তারা একবারও জিজ্ঞেস করলো না কিভাবে ভালো কনটেন্ট তৈরী করা যায়? কিভাবে ভালো কনটেন্ট তৈরীর পদ্ধতি শিখা যায়, যারা সফল হয়েছে কিভাবে তাদের অনুসরণ করা যায়? কিভাবে ভ্যালু এ্যাড করা যায়? এগুলো একবারও তাদের মনে আসলো না!
আসলে সত্যি বলতে কি, আমি তাদের ব্যাপারে কিছুটা সন্দিহান, তারা অন্যকিছু শুনে এখানে এসেছে, তারা হয়তো পুরোটা না বুঝেই এখানে এসেছে। হয়তো বা কিছুটা লোভে পরেই এখানে এসেছে, দ্রুত কিছু আয় করার জন্য এসেছে। তাই তাদের এ অবস্থা, তাই তারা ভোট পাওয়া সহজ উপায় খুঁজে! অন্যের কাছে ভোট খুঁজে!
আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, এখান থেকে কিছু পেতে হলে পরিশ্রম করতে হবে, ব্যতিক্রমধর্মী কিছু করতে হবে, যাতে সকলের দৃষ্টি আকর্ষন করা যায়, কপি করে কিংবা নকল করে নয়। দীর্ঘ সময় নিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন, ভালো কনটেন্ট তৈরীর পদ্ধতিগুলো শিখুন, ভ্যালু এ্যাড করতে শিখুন। মনে রাখবেন, কমিউনিটির মডারেটররা আপনার কনটেন্টগুলোর প্রতি নজর রাখছে, আপনার গতিবিধীর উপর নজর রাখছে, যদি ভালো কিছু করেন, তারা আপনাকে উৎসাহ দেয়ার জন্য সদা প্রস্তুত।
এছাড়াও এখানে অনেকেই রয়েছেন @nathanmars এর মতো, যারা সব সময় আপনাদের সাহায্য করতে চায়। আর শুধুমাত্র বাংলাদেশী ভাই-বোনদের জন্য রয়েছে @Steemitbd Community, তারা সব সময় ভালো কিছু করার জন্য আপনাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। যেমনঃ Curation Support, Weekly Photography Contest and Free upvotes এর মাধ্যমে।
ধন্যবাদ সবাইকে,
@hafizullah
This post has received a 15.76% upvote from @lovejuice thanks to @hafizullah. They love you, so does Aggroed. Please be sure to vote for Witnesses at https://steemit.com/~witnesses.
Hi, I am Md Sohag mia from Bangladesh. I am new in Steemit.
Please read the post: #Life is a dream or dream is life#
I have given you an upvote. Please, you also give me upvote.
https://steemit.com/life/@mdsohagm752/life-is-a-dream-or-dream-is-life
Please dont leave any kind of message to apply for upvoted
পোস্টটিতে মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ ।আশা করি আমাদের পাশে থাকবেন এবং সবসময় সহযোগিতা করবেন।নতুন কিছু শিখতে পারি আপনার কাছ থেকে আশা রাখলাম।
Vai valo asen? Thanks for good posting ,see you again brother
Posted using Partiko Android