অভিমানী চাঁদ
আমার বাংলা ব্লগের বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন, সৃষ্টিকর্তার আশীর্বাদ ও দুয়া তে।।
আমি একটা ছোট গল্প ও তার সাথে ছোট কবিতা লিখেছি পড়ে জানাবেন কেমন হয়েছে।।
গল্প..
শহরের এক কোণে, সায়াহ্নে বসে থাকে অনির্বাণ।
তার চোখে অনন্ত ক্লান্তি, অথচ হৃদয়ে অসংখ্য গল্প।
বন্ধু নেই, ভিড় নেই, আছে শুধু নক্ষত্রভরা আকাশ।
সেদিন হঠাৎ চাঁদের দিকে তাকিয়ে মনে হলো,
চাঁদও কি তবে অভিমান করে?
অন্ধকারে নিজেকে আড়াল করে রাখে?
কবিতা..
অভিমানী চাঁদ তুমি কেন লুকাও,
নীল আকাশে মেঘের ভিড়ে ভাসাও?
তুমি কি তবে হৃদয়ের মতোই ব্যথিত,
ভালোবাসার শূন্যতায় একাকী দগ্ধিত?
গল্প..
অনির্বাণের চোখে জল এসে জমে।
সে ভাবতে থাকে—
তার জীবনের সমস্ত হারানো দিনগুলো,
চাঁদের আলোয় একাকার হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে রাত গভীর হয়।
চাঁদের আলো ফুঁড়ে বেরিয়ে আসে মেঘের ফাঁক দিয়ে।
অনির্বাণ যেন শুনতে পায়—
চাঁদ তাকে বলছে,
“অভিমান ভাঙে আলোয়, একাকীত্ব ভাঙে ভালোবাসায়।”
কবিতা
অন্ধকার যতই গাঢ় হোক, আলো তার পথ খুঁজে নেয়,
হৃদয়ের যন্ত্রণা যতই হোক, ভালোবাসা তা মুছে দেয়।
চাঁদের অভিমান ভাঙে আকাশের বুকে,
মানুষের অভিমান ভাঙে মানুষের সুখে।
লেখক:-@miraj007
আশা করছি আমার এই গল্প কবিতা টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কোন লাইন টা ভালো লেগেছে।।
ধন্যবাদ।।