Mohamaya Sea Beach

in #steemvideo11 hours ago

Image cover

আজকে আমি আপনাদের সবার সাথে যে ভিডিও শেয়ার করেছি এটি চট্টগ্রাম বিভাগের অনেক সুন্দর একটি জায়গা যেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে দেখার জন্য। আমরা কিছুদিন আগে আমাদের উপজেলা থেকে অনেকজন একসাথে গিয়েছিলাম এই জায়গাটি ভ্রমণ করার জন্য। সেখানে অনেকক্ষণ সময় ব্যয় করলাম এবং আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটি বিকেল বেলা ধারণ করা হয়েছে আমার নিজস্ব মোবাইল দিয়ে। সেখানে আমরা সবাই একসাথে বসে অনেক মজা করলাম এবং এই সমুদ্র সৈকতের পানিতে সাঁতার কাটলাম। সবাই মিলে নৌকায় উঠলাম এবং নৌকা থেকে এই ভিডিওটি সংগ্রহ করেছি এবং নৌকা দিয়ে সম্পূর্ণ সমুদ্র সৈকতে ঘোরাফেরা করলাম। আমি শুধু একা নয় আমার সাথে আরো অনেক জন ছিল সবাই অনেকক্ষণ সেখানে সময় ব্যয় করার পরে আবার পুনরায় আমাদের গন্তব্য ফিরে এলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই শেয়ারকৃত ভিডিও ভালো লাগবে এবং কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।

IPFS Video

Posted with Speem