বড়শি দিয়ে বড় কাতল মাছ ধরার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

bonding-1868513_1280.jpg

source

গ্রামের শান্ত বিকেল। আকাশে হালকা মেঘ ভাসছে, বাতাসে কচি ধানের সুবাস মিশে আছে। আমি আর আমার বন্ধু সজীব ঠিক করলাম আজ পুকুরে বড়শি ফেলব। খবর পেয়েছি, গত কয়েক দিনে পুকুরের মাঝ বরাবর কয়েকটা বড় কাতল মাছ দেখা গেছে। আমাদের মন যেন তখনই লাফিয়ে উঠল, ভাবছি, যদি একটা কাতল ধরতে পারি, তবে আজকের দিন সার্থক।

বাড়ি থেকে বড়শি, সুতো, কাঁটা, আর টোপ হিসেবে সরষে-মাখানো পোকা নিয়ে বের হলাম। পুকুরের ধারে পৌঁছে প্রথমেই জল দেখতে লাগলাম,নীরব, কিন্তু কোথাও কোথাও হালকা ঢেউ উঠছে। সজীব বলল, দেখেছিস? ওটা কাতল! ওরা উপরের দিকে ভেসে উঠছে।” আমি চুপচাপ বড়শি প্রস্তুত করলাম, সুতো ঠিক করে কাঁটায় টোপ গেঁথে আস্তে আস্তে পুকুরে ফেললাম।

সময় যেন থমকে গেল। আমরা দু’জন চুপ করে বসে আছি, শুধু পুকুরের পানিতে হালকা ছলাৎ ছলাৎ শব্দ। হঠাৎ আমার বড়শি নড়তে লাগল প্রথমে আস্তে, তারপর প্রবল টানে। মনে হলো সুতো যেন ভেঙে যাবে! আমি শক্ত করে ধরে টান দিলাম, আর সাথে সজীব চিৎকার করে উঠল, এই যে! বড় কাতল!”

মাছটা তখন প্রবল শক্তিতে সাঁতার কাটছে, বারবার সুতো টেনে নিচ্ছে। আমার হাতের তালুতে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু মনটা ততক্ষণে রোমাঞ্চে ভরে গেছে। আমি ধীরে ধীরে ঢিলে দিয়ে আবার টানছি এ যেন যুদ্ধ, আমি আর কাতল মুখোমুখি! কয়েক মিনিটের টানাটানির পর মাছটা ক্লান্ত হয়ে এলো উপরের দিকে। তখন সজীব বাঁশের জাল নিয়ে এগিয়ে গেল, আর আমরা একসাথে সেটিকে টেনে তুললাম।

পুকুরের ধারে উঠে যখন মাছটা মাটিতে পড়ল, তখন আমরা দু’জন হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এমন বিশাল কাতল আমি আগে কখনো দেখিনি,চোখে রোদে ঝিলমিল করছে তার আঁশ, আর লেজ নেড়ে বারবার ছটফট করছে। ওজন অন্তত পাঁচ কেজি তো হবেই! আনন্দে আমাদের মুখে হাসি থামছিল না। গ্রামের কয়েকজন লোক দৌড়ে এসে দেখতে লাগল, কেউ বলছে, বাহ! এ তো আসল শিকার! আবার কেউ মজা করে বলল, আজ তো কাতল ভুনা হবেই!

আমরা দু’জন গর্বিত ভঙ্গিতে মাছটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পথের মাঝে সজীব বলল, শোন, পরের বার আরেকটা ধরতে হবে।” আমি হেসে বললাম, হবে, তবে আজকের মতো ভাগ্য আর সাহস দুটো একসাথে চাই!”

সেদিন সন্ধ্যায় মা যখন কাতল মাছের ঝোল রান্না করলেন, সারা বাড়িতে এক অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ল। এক কামড় খাওয়ার পর মনে হলো,এই দিনের জন্য যত পরিশ্রম, যত অপেক্ষা, সব সার্থক। পুকুরের ধারে কাটানো সেই মুহূর্তগুলো, বড় কাতল তোলার লড়াই, আর শেষে পরিবারের সাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দ,এসবই আমার জীবনের স্মৃতির অমূল্য ধন হয়ে রইল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগল্প ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সজিব এবং আপনি দুজনে মিলে মাছ ধরতে গিয়ে দেখছি ভালোই সময় অতিবাহিত করেছেন। বড়শি দিয়ে বড় কাতল মাছ ধরার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লেগেছে ভাই। আমারও মাছ ধরতে ইচ্ছে করছে।