গল্প :- মুখে বড় কথা অন্তরে থাকে ভয়।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজার একটি বাস্তব গল্প। কিছু কিছু মানুষ আছে মুখে অনেক বড় বড় কথা বলে। কাউকে আমি ভয় পাই না। রাত্রেবেলা একা চলতে পারি। আর কিছু দেখলে আমি ভয় করি না। অথচ এই লোকগুলো প্রথমে যে কোন কিছুকে ভয় পাই। কারণ তাদের মনে সব সময় ভয়ে কাজ করে। আমাদের পাশে একটি বাড়ি আছে। ওই বাড়িতে বড় বড় দুইটি তালগাছ আছে। আর রাত্রে বেলা ওই গাছ থেকে অনেক তাল পড়ে। এবং বাড়ির কয়েকজন লোক রাত্রেবেলা ওই গাছ থেকে তাল নিয়ে থাকে এবং ওই তাল বিক্রি করে। এবং ওই তাল গুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে। আমি নিজেও ওই গাছের তাল খেয়েছিলাম।
বিশেষ করে পাকা তাল গুলো খাওয়ার মজাই আলাদা। ওই বাড়ির একটি লোক আছে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বাইরে বসে থাকে এবং পাকা তাল গুলো সংগ্রহ করে। এবং এই লোকের কারণে অন্য কেউ বাড়ির তাল পায় না। সব তাল ও একাই সংগ্রহ করে। এবং দোকানে নিয়ে এসে ওই তালগুলো বিক্রি করে। অনেকজনে অনেক ধরনের কথা বললেও লোকটি বলে আমার কাছে সাহস আছে। আর তার মুখের কথা শুনলে অনেকে মনে করে সেই ভয় পাই না। তখন ওই বাড়ির কয়েকজন ছেলে ঠিক করেছে লোকটিকে ভয় দেখাবে। যাতে করে সেই রাত্রে বেলা এসে গাছের নিচ থেকে তাল না নিয়ে যায়।
এরপর একদিন রাত্রেবেলা যখন লোকটি গাছের পাশে বসে রইল এমন সময় দুইটি ছেলে সাদা পাঞ্জাবি এবং ভয়ংকর মুখোশ মুখের মধ্যে লাগিয়ে তাল গাছের নিচে গিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আর মাঝেমধ্যে ভয়ংকর ভাবে আওয়াজ দিতে লাগলো। লোকটি এদেরকে দেখে মনে করলো জিন বা অন্য কিছু হবে। এবং লোকটি এত জোরে দৌড় দিল এক ধরে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ঘরের তার ওয়াইফ এবং মেয়েরা দেখে তো একদম কান্নাকাটি করতে লাগলো। বাহির থেকে এত জোরে দোড়ে এসে ঘরে এসে অজ্ঞান হয়ে পড়েছে কি কারনে জানতে পারলো না। অনেকক্ষণ পর তার যখন জ্ঞান আসলো তখন জিজ্ঞেস করল কি হয়েছে।
ওই সময় লোকটি বলতে লাগলো তাল গাছের নিচে দুটি ভয়ংকর কিছু দেখেছে। আর ওই ভয়ংকর জিনিসগুলো হচ্ছে সাদা এবং মুখ আরো ভয়ংকর। এবং তাকে দেখে ওই ভয়ংকর জিনিসগুলো তার সামনের দিকে আসতে লাগলো। এই কারণে সেই তাড়াহুড়া করে বাড়ির দিকে চলে আসলো। এরপর ওই লোকটির ওয়াইফ এবং মেয়ে গুলো বলতে লাগলো অনেকে বলে তাল গাছের নিচে রাত্রে কি যেন থাকে। আর আপনাকে বলার পরও তারপরও আপনি ওই গাছের নিচে গিয়ে তাল নিয়ে আসেন। এরপর কোনমতেও ওই রাত পার করলো লোকটি। সকালবেলা বাড়ির এক হুজুরের কাছে গিয়ে কথাগুলো বলল।
এবং হুজুর বলতে লাগলো রাত্রেবেলা এমনিতে অনেক কিছু থাকে। তার থেকে তুমি রাত্রেবেলা তাল গাছের নিচে যেও না। আর এগুলো কি নাকি আল্লাহই জানে ভালো। এরপর থেকে লোকটি আর রাত্রিবেলা তাল গাছের নিচে আসে না তাল নেওয়ার জন্য। এবং বাড়ির আরো অন্যান্য মানুষগুলো ভয় পেয়ে গেল। আর সেই সুবাদে বাড়ির কয়টি ছেলে আছে তারা ওই তালগুলো নিয়ে নেয়। যদিও এই ঘটনাটি কয়েক বছর আগের ঘটনা। তাল শেষ হওয়ার পর এই কথাগুলো একটি ছেলে তাকে বলে দিল। এই নিয়ে ওই লোকটি বাড়ির এই ছেলেদের সাথে ঝগড়া লেগে গেল। যদিও ওই সময় ঝগড়া করে কোন লাভ নেই। কারণ ওই সময় তালের সিজন শেষ হয়ে গেল। এই হচ্ছে একজন সাহসী লোকের কাহিনী। আশা করে আমার গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1934230008547213323?t=8ebrojd_am90Zi0mGqpv6A&s=19
https://x.com/bdwomen2/status/1934285214706188383?t=CgEhJ4ziDC1VR96cC96aCQ&s=19
https://x.com/bdwomen2/status/1934285923199709610?t=Zhk89pqE35ZysXPzNrs_7A&s=19
https://x.com/bdwomen2/status/1934286537912676846?t=e84R_Juw4ccgzzEVTOpubw&s=19
https://x.com/bdwomen2/status/1934287242790666645?t=heENi_xurOPFyleM04NuXA&s=19
https://x.com/bdwomen2/status/1934288136492011604?t=eHOWymTB-6T48aKTfFwV3g&s=19
https://x.com/bdwomen2/status/1934288771928953068?t=JSUiMP3tZaEQGr2-NGOwcA&s=19
এইরকম লোক গুলো সব জায়গাতে কম বেশি থাকে। মুখে বড় বড় কথা বলে আর কিছু দেখলে ভয় পাই। যেমনটি লোকটি রাত্রেবেলা তাল নিতে গিয়ে বাড়ির দুষ্ট লোকের ভয় দেখে পালিয়ে গেল। অনেক সময় ভয় করলে অনেক মানুষের জন্য বিপদ হয়ে যায়। আর এরকম দুষ্টামি না করাই ভালো। তবে পোস্টটি পড়ে ভালো লাগলো আমার কাছে।