গল্প :-কিছু ভুলের জন্য সারা জীবন কাঁদতে হয়। (প্রথম পর্ব)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। আমার শ্বশুরবাড়ি এক আত্মীয়র পরিবারের ঘটনা। আমার হাজবেন্ডের বাড়ির মধ্যে দুটো বোন একই ঘরে বিয়ে হলো। মূলত বড় বোন বিয়ে দেওয়ার পর তার তার হাজবেন্ডের ছোট ভাই ছিল । আর তার একটি বোন ছিল ছোট। আমার হাজবেন্ডের জ্যাঠাতো বোন দুটো নাম হচ্ছে রেখা এবং সালেহা। সালেহা হচ্ছে পরিবারের বড় মেয়ে। তারা দুটি মাত্র বোন আর ভাই আছে দুইজন। তবে সালেহা বিয়ে পর থেকে স্বামীর বাড়িতে ভালোই আছে। আর সালেহার সুনাম পরিবারের সবাই করে। যদিও তার হাজবেন্ডেরা ভাই হচ্ছে পাঁচ জন। ওই সময় মোটামুটি চারজন বিয়ে করেছে। তবে সবার থেকে আলাদা হচ্ছে সালেহা।
যদিও এই কথাগুলো আমি আমার শাশুড়ির মুখ থেকে শুনেছিলাম। সালেহার আসার ব্যবহার এবং তার পরিবারের আসার ব্যবহার সালেহার হাসবেন্ডের পরিবার সবাই খুশি। এদিকে বিয়ের কয়েক বছর পর সালেহার ছোট বোন রেখা বড় হয়ে গেল। আর রেখা সালেহার হাজবেন্ডের ছোট ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। যদিও ব্যাপারটি প্রথমে তাদের পরিবারের লোকগুলো জানতো। আর বাড়ি কেউ তেমন জানতো না। কারণ সালেহা এবং রেখার বাবা হচ্ছে একজন মাদ্রাসার ধর্মীয় শিক্ষক। এই কারণে কথাগুলো প্রথমে তেমন প্রকাশ হয় নাই। আর এদিকে রেখার জন্য কোথাও থেকে বিয়ে আসলে রেখা রাজি হতো না বিয়ে বসতে।
এরকম কয়েক বছর যখন বিয়ের জন্য এদিক ওদিক থেকে সম্বন্ধ আসতে লাগল সব সময় রেখা বায়না ধরতো। যদিও তাদের বিয়ে আরও অনেক অনেক বছর আগে হয়েছে। এমন সময় রেখার বাবার চিন্তা করতে লাগলো মেয়ের কোথাও পছন্দ আছে। তারপর জিজ্ঞেস করার পর জানতে পারলো তার বড় বোনের হাজবেন্ডের ছোট ভাইয়ের সাথে প্রেম আছে। এরপর রেখার বাবা তার মেয়ের হাজবেন্ড ও তার পরিবারের সাথে কথা বলেছে। কথা বলার কারণে সাথে সাথে দুই পক্ষ রাজি হয়ে গেল। কারণ সালেহার কারণে সবাই রাজি হল। আর স্বামীর বাড়িতে সালেহার একটা ভালো সুনাম আছে। এই কারণে তার হাজবেন্ড ও শ্বশুর রাজি হয়ে গেল তার ছোট বোনকে বিয়ে করাতে।
এরপর সালেহার স্বামীর ছোট ভাইকে সালেহার ছোট বোনকে বিয়ে করালেন। তবে সালেয়ার ঘরে ওই সময় একটি ছেলে একটি মেয়ে হয়েছে। আর যখন সালেয়ার হাজব্যান্ড ও তাদের পরিবারের সবাই আলাদা হতে লাগলো। তখন সালেহা বলতে লাগলো আমরা দুই বোন একসাথে থাকব। আমরা দুই বোন আলাদা হব না। এদিকে সালেহার হাসবেন্ড ওর রেখার হাসবেন্ডও রাজি হয়ে গেল। এই কারণে দুই বোন একসাথে পরিবার থাকে এবং খাওয়া দাওয়া করে। এদিকে দুই ভাইও বসুরহাট একসাথে দোকান করে। সত্যি বলতে সালেহা খুব ভালো এই কারণে তার বোনের কপালো ভালো হয়ে গেল। এভাবে দুই বোনের সংসার যেতে লাগল।
তবে রেখার বিয়ের এক বছর পর একটি পুত্র সন্তান জন্ম হলো। পুত্র সন্তান হওয়ার কারণে অনেক খুশি হয়েছে। কারণ সালেহার নিজের ও প্রথম পুত্র সন্তান এবং রেখার ও প্রথম পুত্র সন্তান। আর দুই বোনকে দেখলে সবাই অনেক খুশি হয়। কারণ তারা বোন দুটি এত মিল বলে বোঝানো যাবে না। মাঝেমধ্যে আমার হাজবেন্ডের ঘরেও আসে তারা বাড়িতে আসলে। তবে এভাবে তাদের জীবন যেতে লাগল। দুই বোন কখনো আলাদা হয়নাই। এদিকে সালেহার বড় ছেলে বড় হয়েছে তাকে বিয়ে করাবে। যদিও তারা প্রথম এদিক অধিক মেয়ে দেখতে লাগল। তখন সালেয়ার হাজব্যান্ড বলতে লাগল বাহিরে মেয়ে না দেখতে। যাইহোক আজ এই পর্যন্ত পরবর্তীতে পরের পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। (চলবে)
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1917937773207756863?t=Xgz98uTW7IuSM2rhCCRQRA&s=19
https://x.com/bdwomen2/status/1917938608889372875?t=J5cPf4dnl4nCjwCte_RgRg&s=19
https://x.com/bdwomen2/status/1917939002952520095?t=uQhHYqT2vOv2-_40R12xfQ&s=19
আপু এটা একদম সত্যি কথা কিছু ভুলের জন্য সারাজীবন কাঁদতে হয়। সালেহার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আসলে বোন হলেই কি এভাবে এক সাথে দীর্ঘ দিন থাকা আসলে মুশকিল। যাইহোক তারা এক সাধ রয়েছে তবে এখন ছেলে বিয়ে করার পরে কি হয় দেখা যাক।
@bdwomen, আপনার puss ব্যালান্স লো হয়ে গিয়েছে। ডিপোজিট করুন, নাহলে ভোট মিস যাবে।
ভাইয়া আমার puss ছিল, কিন্তু গতকালকে নাকি সবার puss অটোমেটিক সব কেটে নিয়েছে, সার্ভার সমস্যা হওয়ার কারণে। যার কারনে সমস্যাটা হয়েছে। আমার একাউন্টে এখনো ২৩০০+ puss রয়েছে। তারপরেও আপনি আমাকে সচেতন এবং বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক আছে।