গল্প: "বিশ্বাস বাড়ির মেয়ে"

in আমার বাংলা ব্লগ5 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই চলে আসলাম একটি গল্প নিয়ে।

গল্প: "বিশ্বাস বাড়ির মেয়ে"

pexels-sally-girly-562315-34302003.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্পের পোস্ট নিয়ে।একটি বাস্তবিক জীবনের গল্প নিয়ে, যেটা হয়তো সচরাচর ঘটে চলেছে কোনো শহরের কোণে নয়তো কোনো গ্রামের কোণে।আজকের গল্পটা হতে যাচ্ছে তেমনই কিছুকে কেন্দ্র করে। যাইহোক তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

সুন্দরবনের একটি গ্রামে বিশ্বাস বাড়ির বসবাস।না,খুব বেশি নামকরা বাড়ি না হলেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাড়ির অনেক জ্ঞাতি-গোষ্ঠীরা।এমনকি লেখাপড়ার মানুষের সংখ্যা খুবই স্বল্প আর যেটুকু লেখাপড়া তার বেশিরভাগই মেয়েরা।

মেয়ে মানুষ তাই কোনোরকম উচ্চমাধ্যমিক অব্দি যেতে না যেতেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাদের।তবে একটি মেয়ে ছিল ,তার নাম সম্পূর্না বিশ্বাস।সে খুব ভালো ছাত্রী না হলেও কোনোরকম উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতা শহরে পড়ার উদ্দেশ্যে পা বাড়ায়।যদিও এটা বিশ্বাস বাড়ির প্রথম কোনো কেউ যে সুন্দরবনের গন্ডি পেরিয়ে গ্রাম থেকে শহরে পা বাড়িয়েছে।তাও আবার পড়াশুনার উদ্দেশ্যে বিষয়টি ভালোই।

সম্পূর্না একটি কলেজে ভর্তি হয় অনার্স পড়ার জন্য, তারপর নতুন মেস ভাড়া,নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, মেসে সবার সঙ্গে সবকিছু শেয়ার করা ।সবমিলিয়ে একটি গতিতে চলছিলো সে,যদিও তার মা-বাবা একেবারেই অশিক্ষিত।তাছাড়া সাধারণ খেটে-খাওয়া মানুষ, বলা চলে দিন আনে দিন খায়।তারপরও তাদের ছোট্ট পৈতৃক সম্পত্তি বিক্রি করে মাঠের পাশে একটু বেশি জায়গা কিনে নতুন বসত গড়েছে।ভালোই চলছে তাদের তার একটি দাদা,তার মেন্টাল সমস্যা থাকায় প্রথম বিয়ের বউ চলে যায়, আর দ্বিতীয় বিয়ের বউ আছে কিনা সেটা ঠিক অজ্ঞাত।

যাইহোক সম্পূর্ণার সঙ্গে একটি ছেলের ভাব জমে কিছুদিন ধরেই।ছেলেটা একাই কলকাতায় থাকে নার্সিং পড়ার জন্য।পড়াশুনা করতে করতেই সে এক পর্যায়ে বিয়ে করে ফেলে ছেলেটাকে।অথচ বাড়ির কাউকে না জানিয়েই পালিয়ে,অবশ্য একটি মেয়ে সন্তানও হয় তাদের।যেটি সকলের আশার বাইরে ছিল, সবাই ভেবেছিলো সম্পূর্নাকে দিয়ে সামনে ভালো কিছু আশা করা যাবে!


আশা করি আমার আজকের লেখা গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীক্রিয়েটিভ রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Congratulations @green015, your post was upvoted by @supportive.