নদীর ধারে মাছ ধরার গল্প
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
ভোরের আকাশ তখনো হালকা লালচে আলোয় রাঙা। অরিফ হাতে নিল তার পুরোনো মাছ ধরার বাঁশি আর ছোট্ট একটি টিনের ডিব্বা, যেটাতে সে কেঁচো আর টোপ জমিয়ে রেখেছিল। সকালের ঠান্ডা হাওয়ায় ভেজা ঘাসের গন্ধ যেন মনটাকে আরও সজীব করে তুলল। মাছ ধরা অরিফের কাছে শুধু একটা শখ ছিল না, এটা ছিল ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পাওয়ার এক অমূল্য উপায়।
সে হাঁটতে হাঁটতে চলে গেল গ্রামের পাশের সেই পরিচিত নদীর ধারে। চারপাশে নীরবতা, শুধু পানির কলকল শব্দ আর পাতার ঝিরঝিরে আওয়াজ ভেসে আসছিল। গাছের ডালে বসে পাখিরা ডাকছিল, যেন তারা জানাচ্ছিল,আজকের দিনটা হবে বিশেষ। নদীর তীরে বসে অরিফ টোপ গেঁথে ধীরে ধীরে ছিপটা পানিতে ফেলল। ছিপ পড়তেই চারপাশে ছোট ছোট ঢেউ ছড়িয়ে পড়ল, যেন নদী তাকে স্বাগত জানাল।
সময় যেন থেমে গেল। অরিফ মন দিয়ে ভাসাটা দেখছিল, কখন সেটা ডুবে যায় সেই অপেক্ষায়। মাঝে মাঝে নদীতে ছপাৎ করে শব্দ উঠছিল,হয়তো কোনো মাছ লাফ দিল, নাকি কোনো ব্যাঙ পানিতে ঝাঁপিয়ে পড়ল। এই নীরবতার মাঝেই তার মনে পড়ে গেল শৈশবের কথা, যখন দাদু তাকে এই নদীতেই মাছ ধরতে শিখিয়েছিলেন। সেই স্মৃতিগুলো তার মনে এক অদ্ভুত উষ্ণতা জাগিয়ে তুলল।
হঠাৎ ছিপে টান পড়ল। অরিফের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে শক্ত করে ছিপটা ধরল, অপেক্ষা করতে লাগল সঠিক মুহূর্তের। এক ঝটকায় ভাসাটা জলে ডুবে গেল। সাথে সাথে সে ছিপ টেনে তুলল। ছলছলিয়ে এক রুপালি মাছ বাতাসে ঝিলিক দিল, সূর্যের আলোয় চকচক করে উঠল। অরিফের মুখে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। বড় মাছ না হলেও, সেই প্রথম ধরা মাছ তার মনে অপরিসীম আনন্দ এনে দিল। সাবধানে হুক থেকে মাছটা খুলে বালতিতে রেখে দিল সে।
ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। কখনো মাছ ধরা পড়ল, কখনো ফাঁকা গেল। কিন্তু প্রতিটি মুহূর্ত অরিফের কাছে ছিল অমূল্য। নদীর জলে সূর্যের ঝিকিমিকি খেলা, ফড়িংয়ের পাখার নাচ, আর হালকা বাতাসের পরশ তার মনে এক প্রশান্তি এনে দিল। প্রকৃতির এই সরল সৌন্দর্যই তাকে মুগ্ধ করে রাখল।
দুপুরের দিকে সে ঠিক করল বাড়ি ফেরার সময় হয়েছে। ছোট্ট বালতিতে কিছু মাছ ছিল, কিন্তু তার চেয়েও বড় প্রাপ্তি ছিল অন্তরের শান্তি। নদীর ধারে এই কয়েক ঘণ্টা তাকে নতুন করে শক্তি জুগিয়েছে। পরিচিত পথ ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল,মাছ ধরা আসলে শুধু পেট ভরার জন্য নয়, এটা জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা এক আনন্দের নাম।
সন্ধ্যায় যখন পরিবারের সবাই মিলে সেই মাছ রান্না করে খেল, হাসি-আনন্দে ভরে উঠল ঘর। তখন অরিফ বুঝল—মাছ ধরার আসল সুখ লুকিয়ে আছে এই স্মৃতি আর মুহূর্তগুলোতে। মাছ যত বড়ই হোক না কেন, তার চেয়েও বড় আনন্দ হলো সেই গল্পগুলো, যেগুলো পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়া যায়।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.