বন্ধু সাথে প্রথম কাজের আনন্দময় গল্প
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো সারাজীবন মনে গেঁথে যায়। তেমনই এক স্মৃতি হলো আমার আর আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে করা প্রথম কাজের দিনটি। আমরা দু’জনেই তখন পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইছিলাম। একদিন সুযোগ এলো একটি স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে পার্ট-টাইম কাজ করার। যদিও কাজটা খুব বড় কিছু ছিল না, তবুও আমাদের জন্য সেটাই ছিল দারুণ আনন্দের এবং শেখার একটি নতুন সুযোগ।
প্রথম দিন সকালেই আমি আর আমার বন্ধু দু’জন একসাথে বের হলাম। পথ চলতে চলতেই আমরা ভাবছিলাম, আজ কেমন হবে কাজের পরিবেশ, কীভাবে সবাই আমাদের গ্রহণ করবে, কিংবা আমরা আদৌ পারব কি না! মনের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছিল, কিন্তু পাশে প্রিয় বন্ধু থাকায় সব ভয় যেন অর্ধেক হয়ে গিয়েছিল।
কাজে গিয়ে আমাদের দায়িত্ব দেওয়া হলো অনুষ্ঠানস্থল সাজানোর এবং অতিথিদের স্বাগত জানানোর। প্রথমে একটু অগোছালো লাগলেও ধীরে ধীরে সবকিছু মজার হয়ে উঠল। আমরা দু’জনেই একসাথে সাজসজ্জার কাজ করছিলাম, ফুলের মালা গাঁথা থেকে শুরু করে চেয়ার টেবিল গোছানো পর্যন্ত সবকিছুতে ছিলাম প্রাণবন্ত। কাজের মাঝে মাঝে আমরা হেসে ফেলছিলাম, মজা করছিলাম আর সেই মুহূর্তগুলো হয়ে উঠেছিল সত্যিই স্মরণীয়।
সবচেয়ে বড় আনন্দ ছিল,প্রথমবার নিজের দায়িত্ব পালন করা এবং সেটা বন্ধু পাশে থেকে করা। অতিথিরা যখন হাসিমুখে আমাদের দিকে তাকিয়ে ধন্যবাদ জানাচ্ছিলেন, মনে হচ্ছিল আমরা ছোট হলেও কিছু একটা করতে পেরেছি। সেই গর্ব আর সন্তুষ্টির অনুভূতি আজও মনে পড়লে মন ভরে যায়।
বিরতির সময় আমরা দু’জনে মিলে চা খেতে খেতে কথা বলছিলাম। তখন বন্ধুটি হেসে বলল, দেখ, প্রথম কাজেই যদি এত মজা হয়, তাহলে সামনে তো আরও কত অভিজ্ঞতা আসছে! আমি তখন মনে মনে ভাবলাম, সত্যিই,বন্ধু থাকলে কাজ কখনো চাপ মনে হয় না, বরং উৎসবের মতো আনন্দময় হয়ে ওঠে।
সেদিন আমরা শুধু কাজ করিনি, বরং অনেক নতুন মানুষ চিনেছি, তাদের সাথে কথা বলেছি, শিখেছি কিভাবে সবাই মিলে একসাথে দায়িত্ব ভাগাভাগি করে কাজ সম্পন্ন করতে হয়। আর দিনের শেষে যখন পারিশ্রমিক পেলাম, তখন সেটা অর্থের পরিমাণে বড় ছিল না, কিন্তু আনন্দের দিক থেকে সেটি ছিল অমূল্য।
প্রথম কাজের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে,জীবনে কিছু শুরু করার সময় পাশে যদি প্রকৃত বন্ধু থাকে, তাহলে যেকোনো চ্যালেঞ্জ সহজ মনে হয়। বন্ধুত্ব শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য নয়, বরং কাজের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা আর শক্তি হয়ে ওঠে।
আজও যখন আমি আর আমার বন্ধু সেই দিনের কথা মনে করি, তখন আমাদের চোখে আনন্দের ঝিলিক ভেসে ওঠে। প্রথম কাজের অভিজ্ঞতা শুধু জীবনের শেখার অধ্যায় নয়, বরং বন্ধুত্বেরও এক অমূল্য স্মৃতি হয়ে আছে আমাদের হৃদয়ে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.