গল্প:- ভালোবাসার লাল গোলাপ ১ম পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গল্প:- ভালোবাসার লাল গোলাপ ১ম পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা। সত্যি ভালোবাসার জন্য পৃথিবীতে মানুষ বেঁচে আছে।পৃথিবী একটা মায়ার বন্ধনে আবদ্ধ। আমরা কেউ পৃথিবীতে আসতেও চাই না আবার পৃথিবী ছেড়ে যেতে চাই না।তবে আমাদের সবার একটা সময় দিয়েছে সৃষ্টিকর্তা। যাইহোক বর্তমান মানুষ ভালোবাসার জন্য জীবন দিতে পারে। তবে সব ভালোবাসার ক্ষেত্রে নয়।এমনি এক গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
রাজীব ও ছনিয়া দুজনে ছোট বেলা থেকে ভালো বন্ধু। যদিও রাজীব ছনিয়ার থেকে বয়সে বড়। আবার তার থেকে দুই ক্লাস ওপরে পড়ে।যাইহোক তারা দু'জন আলাদা স্কুলে পড়াশোনা করে। তবে তাদের পরিচয় কোচিং সেন্টার থেকে।দু'জনে একই কোচিং এ পড়ি। রাজীব ক্লাস এইটে পড়ে আর ছনিয়া ক্লাস সিক্স এ পড়ে। তবে তাদের কোচিং এর সময় ও আলাদা। রাজীব যায় আর ছনিয়া কোচিং এ আসে। তবে যাওয়ার আসার সময় তাদের একটু দেখা। এভাবে কিছু দিন যাবার পরে একদিন রাজীব ছনিয়ার সাথে কথা বলতে লাগলো। কোচিং ছুটির পরে রাজীব বসে রয়েছে ছনিয়ার সাথে দেখা করবে।
এদিকে ছনিয়া প্রথমে ভয় পেয়েছিল রাজীবের সাথে কথা বলতে। তারপর রাজীব ছনিয়াকে বলল তুমি কি আমার বন্ধু হবে। যদি ও প্রথম দিকে সে রাজি ছিল না তারপর ছনিয়া রাজি হলো।তারপর রাজীব একদিন ছনিয়াকে সময় দিতে বলল।তারপর একদিন দুজনে ঘুরতে গিয়েছিল।আর ঘুরতে গিয়ে রাজীবকে একটা লাল গোলাপ দিয়েছে।এভাবে পার হয়ে গিয়েছিল একটি বছর। ইতিমধ্যে ছনিয়ার বাবা চাকরির সুবিধার জন্য অন্য জায়গায় গিয়েছি।আর ছনিয়া ও চলে গিয়েছিল বাবা মায়ের সাথে। যাইহোক অন্য জায়গায় যাবার পরে রাজীব ও ছনিয়ার আর দেখা হয়নি।এভাবে কয়েক বছর পার হয়ে গেল। এখন ছনিয়ার বাবা তাকে বিয়ে দেবে।অথচ ছনিয়া অপেক্ষা করছে রাজীবের জন্য। যদিও তাদের মধ্যে কোন ভালোবাসার কথা হয়নি।[চলবে]
আজ এখাই বিদায় নিচ্ছি।আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে ।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1970854021759115751?t=k2O6N4R3eTnuurvNr-co0A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1970855012910985221?t=7t1VzDdHQn0hxGtJmScvnw&s=19