গল্প:-সত্যিকারের ভালোবাসা ৩য় বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গল্প:-সত্যিকারের ভালোবাসা ৩য় বা শেষ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা। যাইহোক বর্তমান মানুষের ভালোবাসতে সময় লাগে না আবার তাকে ভুলতেও সময় লাগে না।তাই সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনি এক ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আপনাদের কাছে ভালো লেগেছিল তাই আজ এর তৃতীয় বা শেষ পর্ব নিয়ে এসেছি। সত্যি বলতে রাজীব দরিদ্র ঘরের সন্তান হলেও সে অনেক ভালো একটা ছেলে।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ছনিয়ার বাবা মা যখন রাজীবকে মেনে নিতে চাইলো কিন্তু রাজীব ছনিয়ার বাড়িতে আসার জন্য রাজি হয়ে গেল। আসলে ছনিয়ার বাবা শুধু রাজীবকে মেনে নেবে আর কাউকে নয়। রাজীব ও তাদের কথায় রাজি হয়ে গেল। আসলে রাজীব ভেবেছে একবার নিজে যেতে পারলে আস্তে আস্তে সবাই যেতে পারবে।তাই দাওয়াত করার সাথে সাথে রাজীব রাজি হয়ে গেল। রাজীবের সাথে তার বন্ধু এসেছিল। যাইহোক এভাবে রাজীব তার শশুর বাড়ির লোকজন এর সাথে মিশি গিয়েছিল।কিন্তু রাজীবের বাবা মা বা অন্য কেউ আর আসেনি।এভাবে চলে গিয়েছিল কিছু দিন।
তারপর ছনিয়া একটা মেয়ে বাচ্চার জন্ম দিল।সেটা ও রাজীবের বাড়ির কোন লোকজন আসেনি।এভাবে চলছিল। এখন ছনিয়ার মা তার নাতনির অনুষ্ঠান করবে।এবার ও একই সমস্যা। সব জায়গায় দাওয়াত করছে কিন্তু রাজীবের বাড়িতে কোন দাওয়াত করল না।তারপর রাজীবের শাশুড়ী রাজীবের মাকে ফোন দিয়ে বলল আপনাদের যত লোকজন আছে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। তার পর দিন তারিখ ঠিক করলো। কিন্তু রাজীবের বাবা মা কেউ আসলো না। এখানে রাজীবের ভুল হয়েছে সে তার বাবা মা নিয়ে আসতে পারত। কিন্তু রাজীবের বাবার কথা যেখানে তার বিয়াই বলেনি তাহলে কেন যাব।
যাইহোক ছনিয়ার বাবা মা মেয়ে ও মেয়ের জামাই পেয়েছে এতেই খুশি।তার অনেক কিছু আছে শুধু দুটি মেয়েদের জন্য। আর ছনিয়া তার ভালোবাসার মানুষকে পেয়ে অনেক সুখে আছে। আসলে এমন ভালোবাসা বর্তমান দেখা যায় না বলেই চলে। তবে তারা অনেক সুখে আছে এটাই অনেক। তাদের ভালোবাসার জয় হোক।বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1980620498368360833?t=SaYw2FQpcOuZ3-fkBuSgrg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1980621292375273881?t=omxmIpdEa1Aav8uNvO1zPA&s=19