এক দুখিনী মায়ের গল্প ১ম পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
এক দুখিনী মায়ের গল্প ১ম পর্ব
আজ আমি আপনাদের মাঝে এসে নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছে একটা গল্প নিয়ে। গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা। আগে ভাবতাম সিনেমা থেকে গল্প তো যায় এখন দেখি গল্প থেকে সিনেমা তৈরি হয়৷ আসলে মানুষের জীবনে এমন কিছু সময় আছে যা বলা মুশকিল। একজন মা অনেক কষ্ট করে বাচ্চাদের মানুষ করে। আর বড় হয়ে সেই বাচ্চারা যদিও বাবা মায়ের পাশে না থাকে তাহলে তাদের আর কষ্টের শেষ থাকে না। আমরা কেন বুঝি না আমাদের ও বয়স হবে। তাই আমাদের সবার উচিত বৃদ্ধ বয়সে বাবা মার পাশে থাকে।আসলে সৃষ্টিকর্তার পরেই বাবা মায়ের স্হান। এমনি এক দুখিনী মায়ের গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমেনা তার বাবা মায়ের আদরের এক মাত্র সন্তান। ছোট বেলা অনেক কষ্ট করে তার বাবা মা তাকে মানুষ করেছে।তবে আমেনার জন্য যখন ছেলে দেখে তখন তার বাবা এক ছেলেকে খুঁজে। যাইহোক আমেনার বাবার ইচ্ছে অনুযায়ী আমেনাকে বিয়ে দিল।আমেনা তার শশুর বাড়িতে বেশ ভালোই ছিল। দেখতে দেখতে আমেনার বিয়ের বয়স ১২ বছর পার হয়ে গেল। ইতিমধ্যে আমেনার তিনটি ছেলে মেয়ে হলো।হঠাৎ করে আমেনার স্বামী অনেক অসুস্হ হয়ে পড়ল।আমেনা তিন ছেলে মেয়েকে নিয়ে একেবারে অসহায় হয়ে পড়ল। যদিও আমেনার স্বামীর কিছু সম্পত্তি ছিল। তবে আমেনার একার পক্ষে সব কিছু কন্টোল করা সম্ভব নয়।
তারপর আমেনা কি করবে বুঝতে পারছিল না।আর আস্তে আস্তে আমেনার স্বামী একেবারে অসুস্হ হয়ে গেল। আমেনার বড় মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে, ছেলে ৫ম শ্রেণিতে ও ছোট জন ৩য় শ্রেণিতে পড়ে।এখন তিন ছেলে মেয়ের পড়াশোনা কিভাবে চালাবে।আমেনার স্বামী এভাবে দুই বছর পরে মারা গেল। তারপর আমেনা সিদান্ত নিল যে করেই হোক তার বাচ্চাদের পড়াশোনা চালাতে হবে।আমেনার সংগ্রামের পথ বেঝে নিল।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1957853748107309302?t=mWFf5HaFyyVSXLrdECFYKw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1957853748107309302?t=l89DpuG0tBpMT7q5N-DS7w&s=19