বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মোবাইল হারানো গল্প
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বন্ধুদের সাথে পিকনিকে যাওয়া সবসময়ই অনেক আনন্দের একটি মুহূর্ত। কয়েকদিন আগে আমাদের স্কুলের বন্ধুরা মিলে ঠিক করলাম কাছের এক নদীর ধারে পিকনিকে যাব। সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। গরমের দিন হলেও সকালের হাওয়া ছিল খুব ঠাণ্ডা আর মন ভালো করে দেওয়া। হাসি-আড্ডা করতে করতে আমরা পৌঁছে গেলাম জায়গায়। সুন্দর সবুজ ঘাসে ঢাকা মাঠ, পাশে নদী, পাখির ডাক,সবকিছুই যেন মনকে অন্যরকম এক শান্তি দিচ্ছিল।
আমরা সেখানে গিয়ে প্রথমে সকালের নাস্তা খেলাম। কেউ গান ধরলো, কেউ ছবি তুলতে শুরু করলো। আমি সবসময়ই মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসি, তাই পকেট থেকে মোবাইল বের করে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে লাগলাম। সবাই একসাথে গ্রুপ ছবি তুললাম, সেলফি তুললাম, নদীর ধারে দাঁড়িয়ে কিছু সুন্দর ভিডিওও করলাম। এভাবে সময় যেন উড়ে গেল।
দুপুরে আমরা রান্না শুরু করলাম। একজন ভাত ধুচ্ছে, কেউ মাংস কাটছে, কেউ মশলা বাটছে। আমরা সবাই মিলে অনেক মজা করে রান্না করলাম। দুপুরের খাবার শেষ করে নদীর ধারে বসে বিশ্রাম নিতে লাগলাম। তখন আমি মোবাইলটা পাশে ঘাসের উপর রেখে পানির ধারে একটু হাঁটতে গেলাম। বন্ধুরা আড্ডায় ব্যস্ত ছিল। আমি কয়েক মিনিট পরে ফিরে এসে দেখি আমার মোবাইলটা জায়গায় নেই।
প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বন্ধু মজা করে লুকিয়ে রেখেছে। সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছু জানলো না। তখনই মনে হলো হয়তো কেউ সুযোগ নিয়ে মোবাইলটা নিয়ে গেছে। আশেপাশে কিছু লোকজন ছিল, যারা আমাদের রান্না আর হাসি-আড্ডা দেখছিল। আমরা সবাই মিলে আশেপাশে খুঁজলাম, নদীর ধারে, ঝোপের পাশে, এমনকি যেসব লোকজন ছিল তাদেরও জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছু বলেনি।
মোবাইল হারানোর পর মনটা খুব খারাপ হয়ে গেল। মোবাইলটা শুধু একটা ফোন ছিল না, এর ভেতরে অনেক স্মৃতি জমা ছিল,ছবি, ভিডিও, বন্ধুদের সঙ্গে চ্যাট, গুরুত্বপূর্ণ নম্বর। আমি একদম চুপচাপ হয়ে গেলাম। বন্ধুরা আমার মন খারাপ দেখে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারা বললো, তুমি দুঃখ করো না। আমরা সবাই মিলে চেষ্টা করবো মোবাইলটা ট্র্যাক করার।
আমরা বাসায় ফিরে মোবাইলের সিম ব্লক করলাম এবং ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। সেই মুহূর্তে শিখলাম যে বাইরে গেলে নিজের জিনিসের দিকে ভালোভাবে খেয়াল রাখা খুব জরুরি। আনন্দের মুহূর্তে আমরা অনেক সময় অসতর্ক হয়ে যাই, আর তখনই বিপদ ঘটে।
সেদিনের পিকনিক যদিও খুব মজার ছিল, কিন্তু মোবাইল হারানোর কারণে দিনটা আমার জন্য একটু তেতো হয়ে গেল। তবে আমি খুশি যে বন্ধুরা পাশে ছিল, আমাকে সাহস দিয়েছে, মন খারাপ কাটাতে সাহায্য করেছে। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, মোবাইল হারানোর দুঃখ মনে হয়, কিন্তু বন্ধুদের সান্ত্বনার কথাও মনে পড়ে, যা আমাকে শেখায়,কোনো সমস্যাই একা মোকাবিলা করতে হয় না, বন্ধু থাকলেই মনটা কিছুটা হালকা হয়ে যায়।
https://x.com/rayhan111s/status/1970191173227872560?t=YmO2OEpr6BBsxhBvQOosQg&s=19