বন্ধুদের সাথে সমুদ্রভ্রমণের আনন্দময় মুহূর্ত , এক ভিন্ন স্বপ্নের গল্প
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সমুদ্র! তার নামেই যেন বুকের ভেতর একটা টান লাগে। আর যদি সেই টানে ভেসে যাওয়া হয় প্রিয় বন্ধুদের সাথে, তবে তো সে স্মৃতি হয়ে ওঠে সারাজীবনের অমূল্য সম্পদ। এমনই এক স্বপ্নের মতো দিন কাটিয়েছি আমরা কয়েকজন প্রাণের বন্ধু মিলে, সমুদ্রের তীরে।সকালবেলা রওনা দেওয়ার সময় থেকেই মনে হচ্ছিল কিছু একটা বিশেষ অপেক্ষা করছে আমাদের জন্য। বাসে হালকা গল্প, কেউ গান গাইছে, কেউ সেলফি তুলছে হাসি আর আনন্দে পূর্ণ এক সফর। গন্তব্যে পৌঁছে প্রথম চোখে পড়ল সেই বিশাল জলরাশি, দূরে ছুটে চলা ঢেউ আর নীল আকাশের অসীম বিস্তার। এক মুহূর্তেই যেন সমস্ত ক্লান্তি, শহরের ধুলো আর মানসিক চাপ ধুয়ে-মুছে গেল।
বালির উপরে নুড়িপাথরের মতো ছড়িয়ে-ছিটিয়ে বসে আমরা সবাই চুপচাপ সমুদ্রের শব্দ শুনছিলাম। এই নিরবতা ছিল গভীর ভালোবাসার নিরবতা বন্ধুত্বের, প্রকৃতির, আর জীবনের প্রতি কৃতজ্ঞতার। এরপর শুরু হলো আনন্দের আসল উৎসব ছেলেমেয়েরা দল বেঁধে জলে নেমে ঝাঁপাঝাঁপি, বালির দুর্গ বানানো, হঠাৎ হঠাৎ ঠাট্টা-মশকরা, আবার কেউ খালি পায়ে ছুটে চলেছে জলের কিনারে।
একসময় সূর্য হেলে পড়লো পশ্চিমে। আকাশে লালচে আলো আর সমুদ্রের ঢেউ মিলে তৈরি করল এক অপার্থিব দৃশ্য। সে সময়টায় আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, কে কাকে প্রথম চেনে, কার কোন পাগলামি, কারা কাকে পছন্দ করে সব কিছু যেন এই সাগরের কানেও পৌঁছে যাচ্ছে।রাতে সী বিচের পাশে ছোট্ট একটা হোটেলে খাওয়া-দাওয়া আর গান-বাজনার আয়োজন ছিল। কেউ গিটার নিয়ে বসল, কেউ গলা মিলাল, কেউ স্রেফ চোখ বন্ধ করে শুনছিল সেই প্রাণের সুর। পুরো সন্ধ্যাটা ছিল এক মাদকতা, এক অনুপম ভালোবাসায় মোড়া।
বন্ধুদের সাথে এমন একটি ভ্রমণ কেবল স্থান বা দৃশ্য নয়, এটা একান্তভাবে অনুভবের গল্প। এই দিন আমাদের শিখিয়েছে জীবন যতই ব্যস্ত হোক না কেন, মাঝে মাঝে সময় বের করে একসাথে হাসতে জানতে হয়, ভালোবাসতে জানতে হয়, প্রকৃতিকে অনুভব করতে জানতে হয়।এই সমুদ্রের কিনারায় কাটানো সেই দিন আমাদের বন্ধুত্বকে আরও গভীর করেছে। এখনো চোখ বন্ধ করলেই কানে ভেসে আসে ঢেউয়ের শব্দ, হেসে ওঠে সেই প্রিয় মুখগুলো। হয়তো সময় পেরিয়ে যাবে, কিন্তু এই দিন, এই মুহূর্ত, আর এই বন্ধুত্ব, থেকে যাবে হৃদয়ের গহীনে চিরকাল।
https://x.com/rayhan111s/status/1950262479248138700?t=La2Vsq6Xc0WxdhU4dcER2w&s=19
আমাদের জীবন ব্যস্ততার মাঝেও অনেক সময় প্রশান্তি খোঁজে। আর সেই প্রশান্তি গুলো বন্ধুদের সাথে কাটানো সময়গুলোতেই বেশি পাওয়া যায় ভাইয়া। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
https://x.com/rayhan111s/status/1950563871724642384?t=CDh-RiwMIrA_KmkV3_SCEQ&s=19
https://x.com/rayhan111s/status/1950564878147817630?t=eBc8qo2YR-74zTnoABlPQw&s=19