রাতের বেলা ডাব চুরির অভিযান, বন্ধুত্ব, দুষ্টুমি আর স্মৃতির গল্প//পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
রাত তখন গভীর। গ্রামে রাত নামলে এক অন্যরকম নীরবতা নেমে আসে। চারপাশে শুধুই পাখির ডাক, মাঝে মাঝে শিয়ালের হুক্কাহুয়া, আর দূরে কোথাও বাঁশঝাড়ের পাতার মৃদু শব্দ। সেই নীরবতাকে চুরি করে একদল দুরন্ত বন্ধু বের হয় এক মজার অভিযানে,ডাব চুরি!আমাদের ছোট্ট গ্রামটা নদীর ধারে। চারপাশে নারকেল গাছ, তাল গাছ, আর ডাব গাছে ভর্তি। গরমের ছুটির সময়টায় আমরা সবাই মিলে একসাথে থাকতাম দাদুর বাড়িতে। সারাদিন খেলাধুলা করে ক্লান্ত হয়ে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখনই আমাদের শুরু হতো গোপন পরিকল্পনা।
একদিন সন্ধ্যায় টিনের চালে বসে গল্প করার সময় রুবেল বলল, এই যে ওনার হাটার পেছনে বড় ডাব গাছটা দেখছো, ওটাতে বিশাল সবুজ সব ডাব ঝুলে আছে। কাল রাতে গিয়ে এক-আধটা নামিয়ে আনি কিরে? আমরা প্রথমে একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত ঠিক করলাম,এই দুঃসাহসিক অভিযানে সবাই যাবে।
পরের রাতে চাঁদের আলোতে গোটা গ্রাম যেন সোনালি রঙে ঢেকে গিয়েছিল। আমরা চারজন আমি, রুবেল, সাইফ আর বাপ্পি মাথায় গামছা বেঁধে, হাতে একটা দড়ি আর ছুরি নিয়ে রওনা হলাম সেই ডাব গাছের দিকে। সবাই চুপচাপ, যেন সেনা অভিযানে যাচ্ছি। বাপ্পির হাতে ছিল টর্চ, কিন্তু আমরা সেটা না জ্বালিয়ে অন্ধকারেই হাঁটছিলাম, কারণ আলো জ্বালালে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল।গাছটা ছিল গ্রামের এক প্রভাবশালী চাচার উঠোনের এক কোনায়। তিনি বেশ রাগী মানুষ, ছেলেপেলেদের দুষ্টুমি একদম সহ্য করতেন না। তবে সেই ভয়ও বন্ধুত্বের মজার সামনে তখন কিছুই ছিল না।
গাছের নিচে গিয়ে দেখি ডাব একেবারে ঝুলে আছে মাথার ওপরে। সাইফ একটু উঠতে চাইল, কিন্তু সে মোটা বলে উঠতে পারল না। শেষে রুবেল গাছে উঠল। আমরা নিচে দড়ি ধরে আছি, সে উপর থেকে ডাব নামিয়ে দিচ্ছে একে একে। টুপটাপ শব্দ করে ডাব পড়ছে ঘাসে। হঠাৎ করেই একটায় বাড়ির পেছনের কুকুরটা জেগে উঠল।ঘেউ ঘেউ!
আমাদের হৃদয় তখন গলা থেকে বেরিয়ে আসার উপক্রম। সবার মুখ ফ্যাকাশে। আমি ফিসফিস করে বললাম, দৌড়! কুকুর ডেকে উঠছে! কিন্তু রুবেল তখনো গাছে! সাইফ ছুটতে গিয়ে পড়ে গেল ডাবের ওপর। বাপ্পি পেছনে না তাকিয়ে দৌড়ে একেবারে পুকুরে গিয়ে থামল। আমি আর সাইফ মিলে রুবেলকে টেনে নামালাম। তিনটা ডাব নিয়ে আমরা খামারের পাশ দিয়ে দৌড় দিয়ে পালালাম।আমরা একটা খোলা মাঠে গিয়ে দাঁড়ালাম। নিঃশ্বাস নিচ্ছি হাফাতে হাফাতে, কিন্তু সবার চোখে মুখে একরকম আনন্দ। রুবেল বলল, একটাও ধরতে পারল না রে! সাইফ হাসতে হাসতে বলল, আরেকটু হলে কুকুরে কামড়ায় ফেলত!
সেই রাতে আমরা তিনটা ডাব ভাগ করে খেলাম। কেউ কিছু জানে না, শুধু আমরা আর রাতের আকাশটা জানে আমাদের সেই অভিযান।তবে গল্প এখানেই শেষ নয়।পরের দিন সকালবেলা কি হয়েছিল সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
🙏🤲🙏
Congratulations @rayhan111, your post was upvoted by @supportive.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/rayhan111s/status/1948066813721620988?t=kUJhGcITx6GEscmpxKr5dw&s=19
https://x.com/PussFi_FNDN/status/1948023422912733246?t=NT-2-44-ZU_O7rcWBRWg2A&s=19
https://x.com/rayhan111s/status/1948289776265650593?t=FI-zy3b_x3NR4B3YPIie7g&s=19