বৃষ্টি দিনের বন্ধুত্বভরা আনন্দ

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।



friend-589830_1280 (1).jpg

source

সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘগুলো যেন একে অপরকে ঠেলাঠেলি করে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা পাঁচজন বন্ধু,আমি, হাসান, ফাহিম, নাবিল আর সাকিব,সকালে কলেজ শেষ করে ঠিক করলাম বিকেলে কারও বাড়িতে না গিয়ে পার্কে যাবো। বর্ষাকাল, তবে মন খারাপ ছিল না, কারণ আমরা জানতাম, বৃষ্টি মানেই নতুন একরকম উল্লাস।

দুপুরের দিকে পার্কে পৌঁছালাম। তখনও গা ছমছমে বাতাস বইছে, কিন্তু বৃষ্টি নামেনি। আমরা খোলা মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম, কেউ গিটার বাজাচ্ছিল, কেউ মজা করে ঠাট্টা করছিল। হঠাৎ এক ফোঁটা, দুই ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। কয়েক মিনিটের মধ্যেই তা রূপ নিলো ঝুম বৃষ্টিতে। চারদিক যেন স্নিগ্ধতার এক মোহনীয় রঙে রঙিন হয়ে উঠলো।

সবাই প্রথমে দৌড়ে গাছের নিচে আশ্রয় নিতে চাইলেও সাকিব হঠাৎ বলল, চল, সবাই মিলে ভিজি! জীবনে ক’বারই বা এমন আনন্দ পাওয়া যায়? বাকিরা এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণেই রাজি হয়ে গেল সবাই।আমরা ছোটবেলার মতো দৌড়াদৌড়ি করতে লাগলাম,কেউ কাদার উপর লাফ দিচ্ছে, কেউ ঘাসে গড়িয়ে পড়ছে। হাসান আমাদের চমকে দিয়ে নাচতে শুরু করল,যেন কোনো সিনেমার দৃশ্য! পেছন থেকে নাবিল এসে আমার মাথায় এক মুঠো পানি ঢেলে বলল, ভিজে যাও, ভাই! আজ মন খুলে বাঁচি!

আমরা পাঁচজন একসাথে হাত ধরাধরি করে বৃষ্টির নিচে গান গাইলাম। চারপাশের লোকজন তাকিয়ে হাসছিল, কেউ কেউ ভিডিও করছিল, কিন্তু আমাদের কিছুতেই লজ্জা লাগছিল না। মনে হচ্ছিল, আমরা জীবনের সবচেয়ে নির্ভেজাল সময়টা কাটাচ্ছি।একটু পর পাশের দোকান থেকে গরম গরম ভেজা পেঁয়াজু আর চা নিয়ে এল ফাহিম। গাছের নিচে দাঁড়িয়ে, ভিজে শরীর নিয়েই আমরা গরম চা আর পেঁয়াজুতে চুমুক দিতে দিতে হাসাহাসি করছিলাম। বৃষ্টির মাঝে এমন খাওয়া যেন অন্যরকম স্বর্গীয় অনুভূতি!

বিকেলের মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা কথা দিলাম,এমন দিন যতবারই আসুক, আমরা যেন একসাথে কাটাতে পারি। বন্ধুত্ব, বৃষ্টি আর আনন্দ,এই তিনে মিলে গড়ে উঠেছিল আমাদের জীবনের এক সোনালি মুহূর্ত।বৃষ্টি কমে এলে আমরা ধীরে ধীরে ঘরে ফিরলাম। শরীরটা ভিজে গিয়েছিল ঠিকই, কিন্তু মনটা ছিল একদম গরম গরম চায়ের মতো,উষ্ণ, উজ্জ্বল আর বন্ধুত্বে পূর্ণ।


সেই দিনটা এখনো আমাদের সবার মনে ঝলমল করে। কারণ, সেটি ছিল এমন এক দিন, যখন আমরা কেবল ভিজিনি,আমরা অনুভব করেছি, কীভাবে বন্ধুত্ব বৃষ্টির মতোই, হঠাৎ আসে, ভিজিয়ে দেয় হৃদয়টাকে।খুবি মনে পারে সেই দিন গুলো। তাই আজকে আপনাদের মাঝে সেই অনুভূতিময় গল্পটি শেয়ার করতে পেরে খুবি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg