অমাবস্যা রাতে বাজি ফোটানোর স্মৃতিময় গল্প

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


friend-589830_1280 (1).jpg

source

অমাবস্যার রাত মানেই অন্ধকারে মোড়ানো আকাশ, নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা এক রহস্যময় সৌন্দর্য। সেই অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দেয় বাজির ঝলকানি, আর আনন্দে মেতে ওঠে বন্ধুরা। আজও মনে পড়ে, কয়েক বছর আগে এক অমাবস্যা রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে কতটা আনন্দে মেতেছিলাম বাজি ফোটাতে!

সেদিন বিকেল থেকেই আমাদের উত্তেজনা চরমে ছিল। দুপুরে বাজার থেকে নানা রকম বাজি কিনে এনেছিলাম,রকেট, ফুলঝুরি, চকলেট বোমা, রঙিন আতশবাজি আর নানা ঝলমলে লাইট। তখন শীতের হালকা আমেজ, গ্রামের মাঠে হালকা কুয়াশা নামছিল। সবাই ঠিক করেছিলাম, রাত নামলেই শুরু হবে আমাদের বাজির উৎসব।

রাত প্রায় আটটা বাজে, চারদিক অন্ধকারে ঢেকে গেছে। আকাশে চাঁদের আলো নেই, শুধু তারার টিমটিমে ঝিকিমিকি। আমরা মাঠের মাঝখানে গিয়ে জায়গা ঠিক করলাম। প্রথমে আমি একটা ফুলঝুরি জ্বালালাম,আলো ছিটকে উঠতেই বন্ধুরা তালি দিয়ে উঠল। সেই আলোয় সবার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, চোখে আনন্দের ঝিলিক। এরপর পালা করে সবাই বাজি ফুটাতে লাগল।

রকেট বাজি উড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আমরা সবাই চিৎকার করে উঠছিলাম। রকেটটা যেন রাতের আকাশে এক রঙিন ফুলের মতো ফুটে উঠল,লাল, সবুজ, নীল, হলুদ আলোয় আকাশ ভরে গেল। মুহূর্তের জন্য মনে হচ্ছিল, অন্ধকার যেন হার মানছে আলোর কাছে।

এরপর শুরু হলো একটু দুষ্টুমি। রানা আর সুমন মিলে চকলেট বোমা ফোটাতে গিয়ে অল্পের জন্য ভয় পেয়ে পালিয়ে গেল। আমরা সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। হাসির শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল বারবার। মাঝে মাঝে পাশের বাড়ির লোকজনও জানালা দিয়ে উঁকি দিচ্ছিল, মুখে হাসি নিয়ে আমাদের উৎসব দেখছিল।

সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমরা সবাই মিলে একসাথে দশটা ফুলঝুরি জ্বালালাম। আলোয় চারপাশ যেন জ্বলজ্বল করতে লাগল। ধোঁয়ায় ভরে গেল বাতাস, কিন্তু সেই মুহূর্তের আনন্দের গন্ধ এখনো যেন মন ভরিয়ে রাখে।রাত গভীর হতে হতে বাজি শেষ হয়ে এলো। আমরা সবাই মাঠে বসে গরম চা আর বিস্কুট খেলাম। আকাশে তারারা ঝিকিমিকি করছিল, দূরে বাজির শেষ আলোটা মিলিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের মন তখনো ভরা আনন্দে, এক অদ্ভুত শান্তি আর স্মৃতির মাধুর্যে।

আজ এত বছর পরও সেই অমাবস্যার রাতের কথা মনে পড়লে মনে হয়, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো প্রিয় বন্ধুদের সাথেই কেটেছিল। অন্ধকার রাতের মধ্যেও আমরা খুঁজে নিয়েছিলাম আলো, হাসি আর বন্ধুত্বের উজ্জ্বল স্মৃতি,যা আজও হৃদয়ে ঝলমল করে।


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg