Life story -- 5th February 2025

in #story8 months ago

আসুন সূর্য উপভোগ করুন

  • তুমি খাও, আমি কুকিজ খেয়েছি, আমার আর খিদে নেই
    --রোদেলা, সিনক্রিশন ছাড়াই ডিনারে এসো

image.png

সবকিছু গুছিয়ে রাখার পর অর্ক আর অভি নিচে গিয়ে দেখলো রোদেলা টিভিতে কার্টুন দেখছে আর সোফায় বসে হাসছে। অর্ক রোদেলার দিকে তারপর অভির দিকে তাকিয়ে দেখল অভি শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে সে রেগে আছে।

image.png

আরে ভাই আপনি খাচ্ছেন, আমাকে বিরক্ত করছেন

  • আমি ভালো কথা বলি, শোনা হবে না, রাগ করলে খারাপ হবে, রোদেলা (গম্ভীরভাবে)।
    রোদেলারও খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খেতে চলে এলো।
    অভি রোদেলাকে খাওয়ানোর পর রোদেলা সোফা থেকে বারবি ডল নিয়ে নিজের ঘরে চলে গেল। অভি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেই খেতে লাগলো।