আপনি যতই পরিশ্রম করুন, রিজিক কেন আটকে থাকে? জানুন সেই এক ভুল যা সবাই করে কিন্তু বুঝে না ।

আমি ইয়াসিন হোসাইন তৌহিদ। আমি আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সেটা হল রিজিক।
আজ আমি বলব সেই একটা ভুলের কথা যেটা হয়তো আপনিও করছেন আর সেটাই আপনার রিজিক আটকে দিচ্ছে। এই ভুলটা হলো পাপের প্রতি অসচেতন থাকা আমরা পাপ করি কিন্তু সেটা পাপ বলেই ভাবি না। মনে করি সবাই তো করছে। এটা তো ছোট একটা বিষয়। আল্লাহ তো গাফুরুর রাহিম।

কিন্তু আপনি কি জানেন…? আল্লাহ কোরআনে বলেছেন – যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ করে দেবেন। আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। (সূরা তালাক আয়াত দুই থেকে তিন) এর মানে হলো আল্লাহ ভীতি থাকলেই রিজিক আসে। আর আল্লাহ ভীতি হারালে রিজিক বন্ধ হয়ে যায়। চলেন এবার দেখি কোন কোন ভুল আমরা করে থাকি যেগুলোর কারণে রিজিক আটকে যায়।কিন্তু কেউ ভাবে না আমি কি কোথাও আল্লাহকে ভুলে গেছি…? রিজিক শুধু টাকা না রিজিক হলো সুস্থতা। মানসিক শান্তি পারিবারিক ভালোবাসা, সম্মান, সময় আর এই সবকিছুই আমরা পাপ দিয়ে নষ্ট করে ফেলি আপনি যদি সত্যিই চান আল্লাহ যেন আপনার রিজিক খুলে দেন তাহলে একটা কাজ করেন, নিজেকে পরিশুদ্ধ করেন, নামাজ ঠিক করেন, প্রতিদিন একটুখানি কোরআন পড়েন, কাউকে কষ্ট দিলে ক্ষমা চান, গোপনে দান করেন এমন কাউকে যার মুখে হাসি ফুটে।

masjid-maba-QhzQfD0ihnI-unsplash-scaled-1.jpg

আপনি এই একটা ভুল পাপকে হালকাভাবে নেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবেন এমনভাবে যেমনটা আপনি কল্পনাও করেন না। আজই শুরু করেন। রিজিকের দরজাগুলো আবার খুলে যাক। আল্লাহ আমাদের সবাইকে হালাল, রিজিক, বরকত ও তৌফিক দান করুন। আমিন।

আপনি নামাজ কাজা করেন কিন্তু পাত্তা দেন না। আপনি অন্যের হক নষ্ট করেন। কাউকে কথা দিয়ে সময় দেন না। টাকা পয়সা ফেরত দেন না। গীবত করেন। মিথ্যা বলেন। হিংসা করেন। কিন্তু আপনি মনে করেন এগুলো তেমন কিছু না। এগুলোই হচ্ছে সেই একটা ভুল।

আল্লাহকে ভুলে যাওয়া। যার কারণে ধীরে ধীরে আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় ব্যবসা ভালো যাচ্ছিল। হঠাৎ করে ধষে পড়ে। চাকরি ছিল একদিনে চলে গেল। বাড়িতে সুখ ছিল এখন শুধু কষ্ট আর অভাব। তখন মানুষ ভাবে নজর লেগেছে ভাগ্য খারাপ।

💚

মূল কথাটা হলো—আমরা নিজের ভুলকে হালকাভাবে নেই, অথচ সেই ছোট ভুলই ধীরে ধীরে আমাদের রিজিকের দরজা আটকে দেয়।

👉 মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয় — সুস্থতা, মানসিক শান্তি, ভালোবাসা, সম্মান, সময়—সবই রিজিক।
আর আল্লাহ ভীতি (তাকওয়া) থাকলেই রিজিকের দরজা খুলে যায়।

🚫 রিজিক বন্ধ হওয়ার গোপন কারণগুলো

নামাজ কাজা করে গুরুত্ব না দেওয়া।

অন্যের হক নষ্ট করা (টাকা, প্রতিশ্রুতি, সময়)।

গীবত, মিথ্যা, হিংসা করা।

ঋণ বা ধার সময়মতো ফেরত না দেওয়া।

পাপকে হালকা মনে করা—“এটা তো সবাই করছে।”

🌸 রিজিক খোলার উপায়

✅ নামাজ ঠিক করা।
✅ প্রতিদিন কুরআন পড়া ও বুঝে আমল করা।
✅ গোপনে দান করা যাতে কারও মুখে হাসি আসে।
✅ অন্যায় করলে তাড়াতাড়ি ক্ষমা চাওয়া।
✅ আল্লাহকে সর্বদা স্মরণ করা।

👉 আল্লাহ বলেন,
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না।”
(সূরা আত-তালাক, আয়াত ২-৩)

360_F_334141647_4OBpJ6kV1yoA4FlgmmORQ5p6JIS5iRFc.jpg

আমি বুঝেছি, শুধু কষ্ট করে পড়াশোনা বা কাজ করলেই রিজিক বাড়ে না।
অনেক সময় দেখি—কতই না পরিশ্রম করি, তারপরও হাতে টাকা থাকে না।
একটার পর একটা সমস্যা আসে, ইনকাম যেন বাড়ার বদলে কমতেই থাকে।

ভেবে দেখেছি, এর পেছনে আসলে একটা বড় কারণ আছে।
আমরা প্রতিদিন কিছু ভুল করি, যেগুলোকে ভুলই মনে করি না।
সেই ছোট ছোট ভুলই ধীরে ধীরে রিজিকের দরজা বন্ধ করে দেয়।

আল্লাহ কোরআনে বলেছেন—
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না।”
(সূরা আত-তালাক: ২-৩)

আমি এখন বুঝি, রিজিক শুধু টাকা না—
বরং সুস্থতা, শান্তি, সময়, ভালোবাসা আর সম্মান—সবই রিজিক।
এগুলো হারিয়ে না ফেলতে হলে আমাদের পাপকে হালকা নেওয়া বন্ধ করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত আর সুখের জীবন দান করুন।

🤲 আমিন।