জীবনের প্রতিটি সফলতা হোক নিজের পরিবারের জন্য
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৪ ই জুলাই ২০২৫ ইং
জীবনে আমরা নানা স্বপ্ন দেখি। কেউ চায় ডাক্তার হতে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার হতে চায় শিল্পী, উদ্যোক্তা বা লেখক। এই স্বপ্নগুলো বাস্তব করার জন্য আমরা নিরন্তর চেষ্টা করি, কষ্ট করি, ঘাম ঝরাই। কিন্তু একবার কি আমরা ভেবেছি এই সব পরিশ্রমের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? উত্তরটা সহজ পরিবার।পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি এক অবিচ্ছেদ্য আবেগ, ভালোবাসা, নির্ভরতা আর আত্মার বন্ধন। যেদিন আমরা প্রথম হাঁটি, সেদিন বাবা-মা আমাদের হাত ধরে পথ দেখান।
পরীক্ষায় ফেল করলে, বা জীবনের বড় কোনো ব্যর্থতায় যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও মা-বাবা বলেন, তুমি পারবে, আবার চেষ্টা করো।এই বিশ্বাসটাই আমাদের শক্তি। এই ভালোবাসাটাই জীবনের আসল পাথেয়।আমরা যখন কোনো বড় সফলতা অর্জন করি ভালো চাকরি, উচ্চতর ডিগ্রি, ব্যবসার সাফল্য বা সমাজে সম্মান তখন অনেকেই বাহবা দেয়। কিন্তু পরিবারের মুখে সেই গর্বের হাসি, চোখে জলভেজা আনন্দ, তাদের নিরব আত্মতৃপ্তিই আসলে আমাদের প্রাপ্তির আসল পুরস্কার।
আজকাল অনেকেই মনে করেন, সাফল্য মানেই বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন। কিন্তু সেই সাফল্যের কী মূল্য, যদি তা পরিবারের সাথে ভাগাভাগি করা না যায়? যদি মায়ের হাতে প্রথম বেতনটা তুলে না দেওয়া যায়, বাবার সাথে গর্ব করে একটা ছবি না তোলা যায়, ভাই-বোনকে নিয়ে সেই আনন্দের মুহূর্তটা না উপভোগ করা যায় তবে সেই সাফল্য আসলে কাকে খুশি করল।পরিবার শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকে। তারা কখনো হিসাব করে না, কে কতো আয় করল বা কী পেল। তারা শুধু চায়, আমরা যেন ভালো থাকি।
তাই, জীবনের প্রতিটি অর্জনে তাদের কথা মনে রাখা, তাদের জন্য কিছু করা এটাই হওয়া উচিত আমাদের স্বপ্নের লক্ষ্য।আমরা যদি প্রতিটি স্বপ্নের মাঝে পরিবারের মুখ দেখি, যদি প্রতিটি সাফল্য তাদের পায়ে সমর্পণ করতে পারি, তবে সেই সাফল্য হয়ে ওঠে সত্যিকারের পরিপূর্ণতা।জীবনের প্রতিটি সিঁড়ি আমরা যখন পার হই, তখন যদি মনে রাখি এই সাফল্য আমি শুধু নিজের জন্য নয়, আমার বাবা মা, ভাই-বোন, সন্তান কিংবা জীবনসঙ্গীর জন্যও তবে সেই পথচলা হয়ে ওঠে আরও অর্থবহ, আরও হৃদয়গ্রাহী।
আসুন, প্রতিজ্ঞা করি,
আমার প্রতিটি সফলতা, হোক আমার পরিবারের গর্বের কারণ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1948425253727965527?t=raz1GiNBKGoBAR_8cbvz2Q&s=19
https://x.com/Riyadx2P/status/1948425007786594665?s=19