হঠাৎ মাছ কেনার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
হঠাৎ মাছ কেনার অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আসলে অনেক দিন ধরে ভাবছি মাছ কিনতে যাব। আমাদের ফরিদ পুর টেপাখোলা লেকপার ডাকে মাছ বিক্রি করা হয়। তবে আপনার ভাই যাবে মাছ কিনতে।যদিও আমার যাবার কোন ইচ্ছে ছিল না। কিন্তু আপনার ভাই আমাকে নিয়েই যাবে। তাই আমি হঠাৎ করেই গিয়েছি। । তবে মাছ দেখে পছন্দ হয় কিন্তু দাম শুনলে আর ভালো লাগে না। আসলে সব কিছুর দাম অনেক আর এই সকল নদীর মাছের দাম তো হবেই। আর যেহেতু বিকেল বেলা মাছ উঠে তাই আমাদের মাছ কিনি এনে কাটা ধুওয়া ঝামেলা। তারজন্য আমি বেশি মাছ কিনতে চাইনি। কিন্তু এরা আবার কম বিক্রি করে না। তারপর কি আর করা বাধ্য হয়ে পাঁচ কেজি মাছ কিনলাম ৫০০০ টাকা দিয়ে। তবে মাছ গুলো অনেক তাজা। তাহলে চলুন দেখে আসি মাছ বাজার।
প্রথমে আমরা বোয়ালমাছ দেখতে গিয়েছিলাম।আসলে মাছ দেখতে অনেক ভালো লেগেছিল কিন্তু দাম অনেক। যদিও আপনার ভাই আনবে তবে আমার জন্য আনতে পারেনি।আসলে একটা বোয়ালমাছ এর দাম চায় ১০,০০০ টাকা। তবে আপনার ভাই দুজনে ভাগে আনবে কিন্তু লোকটি দাম কমাবে না।তাই আর আনা হলো না।তারপর গিয়েছিলাম শিংমাছ কেনার জন্য। আসলে নদীর শিংমাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে।
তারপর আমরা গিয়েছিলাম বিভিন্ন ধরনের ছোট মাছ কেনার জন্য। আসলে পাঁচমিশালি মাছ গুলো দেখে অনেক ভালো লেগেছিল। তবে এক ডালি মাছ নিম্ন চার হাজারের নিচে নয়। তারপর কি আর করা বেশ কিছু সময় বাজার ঘুরে ঘুরে দেখলাম। আসলে মাছ দেখলেই আনতে ইচ্ছে করে তবে দামের জন্য আর মাছ ও বেশি। তাই আমি আর একটু দেখতে লাগলাম। যাইহোক অবশেষে একটা ডালি মাছ পছন্দ হলো।তার ভিতরে রয়েছে পাবদা, চিংড়ি, বেলে,টেংরা, রিটা, বাইম মাছ আর অনেক কিছু। তাই আমি সেগুলো কিনব।তবে তারা ১০০০ টাকার নিচে কেজি দেবে না। তবে কি আর করা এখন মাছ পছন্দ হয়েছে তাই সব কিনবে।
তারপর আমি বললাম এই ডালার মাছ গুলো কিনব। তবে আমি তিন কেজি কিনতে চেয়েছিলাম। কিন্তু তারা পুরো ডালা না নিলে বিক্রি করবে না। তাই আপনার ভাই বলল সব মাছ নিয়ে চল।তারপর সাড়ে চারকেজি মাছ কিনেছি।তবে বাড়ি আনার পরে মাছ গুলো যখন কাটলাম তখন অনেক ভালো লাগল।আসলে মাছ গুলো ছিল তাজা। আর নদীর তাজা মাছ খেতে অনেক মজা। তবে দাম হলো ও অনেক ভালো ছিল মাছগুলো।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1961783806983385240?t=ptJJ5W7yfIzvmj3Dj1zubQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1961743435985019087?t=3S_MRy7SLVz2owd1F1Ydxg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1961743939113038137?t=j7rrTWUjbos5ZRyDsT5GwQ&s=19
মাছ কেনার অনুভূতি পড়ে অনেকটাই ভালো লাগলো। বিশেষ করে মাছের ফটোগ্রাফি গুলি চমৎকার দেখাচ্ছে। ছোট মাছ তো আমার বরাবরই ভীষণ পছন্দের। যাইহোক আপনার মাছ কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মাছের বাজারে গেলে মাছ কিনতে গেলে অনেক ভালো অভিজ্ঞতা হয়। আপনি ভাইয়ার সাথে মাছ কিনতে গিয়ে ভালো অভিজ্ঞতায় হয়েছে। তবে যে কোন মাছ দেখে শুনে কিনা ভালো। ভালো লাগলো আপনার মাছ কিনার অনুভূতি পোস্ট পড়ে।