আমের জীবনচক্র 🥰
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমের জীবনচক্র । আশা করছি আপনাদের ভালো লাগবে।
আম খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি সুমিষ্ট ফল।আম পছন্দ করে না এমন মানুষ মনে হয় নেই বল্লেই চলে।আম আমার খুবই পছন্দের ফল।গ্রাম অঞ্চলের প্রতি টি বাড়িতে দেশি বিদেশি নানান রকমের আম গাছ ও আম হয়ে থাকে।
শহরের ছাদ বাগানেও ইদানিং অনেক আম গাছ লক্ষ্য করা যায়।আম তো পছন্দ সবাই করি আমরা কিন্তুু আমের জীবনচক্র সম্পর্কে ক'জন বা জানি।আজ আমি আপনাদের সাথে আমের জীবনচক্র তুলে ধরবো।
এই আমের জীবনচক্র আপনাদের সাথে তুলে ধরার জন্য আমার অনেকটা সময় লেগেছে কারণ আম গাছের মুকুল থেকে আম পাকা অবদি ধাপে ধাপে ফটোগ্রাফি করতে হয়েছে।
আমাদের জীবনচক্র আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার তো অনেকটা ভালো লাগছে আপনাদের ও অনেক ভালো লাগবে নিশ্চয়ই।
তো চলুন দেখা যাক আমের জীবনচক্র
প্রথম ধাপ
আম গাছে মাঘ, ফাল্গুন মাসে আমের মুকুল আসা শুরু করে। আমের পল্লবের মাথায় মুকুল আসে।
দ্বিতীয় ধাপ
এরপর আমের মুকুলের ফুল গুলো থেকে ছোট ছোট আম হয়।
তৃতীয় ধাপ
আমের মুকুল গুলো আস্তে আস্তে ঝড়ে পড়ে এবং তখন শুধু মুকুলে গুটি গুটি আম ধরে থাকতে দেখা যায়।
চতুর্থ ধাপ
আম গুলো ছোট গুটি থেকে বড়ো গুটি হয়।
পঞ্চম ধাপ
এখন আম অনেকটাই বড়ো হয়েছে। ইচ্ছে করলে এই আম খাওয়া যাবে।কাঁচা আমের আচার বা কাচা আম দিয়ে আমডাল এইরকম খাওয়ার উপযুক্ত হয়েছে আম গুলো।
ষষ্ঠ ধাপ
আম পরিপূর্ণ ভাবে পরিপক্ব হচ্ছে।
সপ্তম ধাপ
আম গাছে পুরাপুরি ভাবে পরিপক্ব হয়েছে ও গাছ থেকে পাড়ার উপযুক্ত হয়েছে।
অষ্টম ধাপ
পাকা পাকা আম গাছ থেকে পাড়া হয়েছে।
নবম ধাপ
খাওয়ার জন্য গাছ পাকা আম কেটে নিয়েছি।
এই ছিলো আমার আজকের সুস্বাদু সুমিষ্ট আমের জীবনচক্র।
আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জীবনচক্র |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ভীষণ সুন্দর করে আপনি আমের জীবন চক্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আম খেতে আমার ভীষণ ভালো লাগে সব থেকে পছন্দের ফল। আর সেই আমের এত সুন্দর ফটো এবং জীবনচক্র দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।