মধ্য রাতে চা' য়ের আড্ডা

IMG-20240314-WA0005.jpg
রাত তখন ১২ টা। টেবিলে বসে পড়াশোনা করছি। পরদিন এক্সাম। পাশের রুমের বড় ভাই এসে বলল, চলো নিচ থেকে ঘুরে আসি। আমাদের বাসা ৬ তলায়। যেহেতু ব্যাচেলর তাই,নিচের দিকে ফ্যামিলি বাসা আর ৬/৭ তলায় ব্যাচেলর বাসা। ভাইয়ের কথায় দ্রুত রেডি হয়ে নিচে নামলাম। ঢাকা শহর হিসেবে রাত ১২ টায় ও রাস্তায় অনেক লোকজন দেখা যায়। হাটতে হাটতে নিয়ে গেল একটা পরিচিত চায়ের দোকানে। যেখানে আমরা মাঝে মধ্যেই যাই। ওই মামা চা' খুব ভালোই বানায়। আমরা ছিলাম ৬ জন। ৬টা দুধ চা অর্ডার করা হলো। রাত ১২ টায় গরম খাটি দুধের চা'য়ে চুমুক দিলে যেই প্রশান্তি আসে তা সব ক্লান্তিকে হার মানায়। আমরা কয়েকটা সেলফি নিলাম। রাস্তায় কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। রাতের রাস্তায় হাটাহাটি করার মজাই আলাদা। তারপর আড্ডা দিতে দিতে রুমে চলে আসলাম।

1710356017132.jpg

Sort:  
 last year 

এরকম সময়ে চা খাওয়ার মজাটাই আলাদা আর যদি সেটা বন্ধু-বান্ধবদের সাথে হয় তাহলে তো অন্যরকম ফিলিংস তৈরি হয়। সুন্দর পোস্ট লিখেছেন, কিন্তু ভাইয়া আপনি আমাদের কমিউনিটির যে রুলসগুলো রয়েছে সেই রুলস্ গুলো ভালোভাবে দেখে নিবেন। তাহলে আপনি আপনার পোস্ট আরো সৌন্দর্যমন্ডিতভাবে উপস্থাপন করতে পারবেন।

ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে পোস্ট করার ব্যাপারে আমি আরেকটু সতর্ক থাকব।তবে এই পোস্টের ভূলগুলি যদি বলে দিতেন,তাহলে নতুন ব্যবহারকারী হিসেবে আমার জন্য ভালো হত।