শিরোনাম: শিক্ষা গুরু ✍️ কলমে: মোঃ আব্দুর রউফ 🎓 উৎসর্গ: সকল শিক্ষকগণকে
কবিতা_শিক্ষাগুরু
শিক্ষা দিয়েছে যারা তাদের জানাই হাজার সালাম।
করেছে মানুষ তারা লক্ষ শিশু, কষ্ট করেছে তারা দিয়েছেন শ্রম।
জ্ঞানের বিকাশে তারা শতভাগ সেরা,
বুঝিয়ে আদর দিয়ে করে নেন পড়া।
ভালোবাসে তবুও রাখে কড়া শাসনে,
বাইরে লোহা মতো, মমতা মনে।
পড়াশোনা, শৃঙ্খলা, আচরণ, ব্যবহার।
উদার মানসিকতা অংশ শিক্ষার।
শিক্ষক পারে সব, তিনি তো কারিগড়।
শিখিয়ে দেন সবি, ভেঙ্গে দেন সব ডর।
হিংসা, অহংকার, কটুকথা বেয়াদবি,
শাসনের মাধ্যমে ভুলিয়ে দেন সবি।
জ্ঞানের রাজা তিনি, হাসির নবাব, তিনি বাস্তব, তিনিই নায়ক।
তিনিই শিক্ষাগুরু, সমান পিতার, বিদ্যালয় পথের অবিভাবক।
বারবার চাই সেই মমতার হাত,
যেই হাতে দেখিয়েছেন আগামীর পথ।
আপনাকে জানাই আমি হাজার সালাম,
কিভাবে মিটাবো স্যার আপনার অবদান।
সেই স্মৃতি মনে হলে ভেসে যায় বুক,
দেখলে আপনাদের মনে পাই সুখ।
আপনাতে হয়েছে আমার শিক্ষাজীবন শুরু।
আপনি স্বার্থহীন, আপনি সেরা, আমার প্রিয় শিক্ষাগুরু।
ভাবনা (Poet’s Note)
এই কবিতাটি আমার প্রিয় শিক্ষকদের প্রতি আমার নিবেদিত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।
তাঁদের ত্যাগ, ভালোবাসা ও শাসন ছাড়া আজকের আমি কখনো সম্ভবই হতো না।
প্রত্যেক শিক্ষকই একজন অদৃশ্য নায়ক — যিনি আল্লাহর রহমতে শিক্ষার্থী দের আলো দেখান জ্ঞানের পথে।
শেষ কথা
🌸 যদি কবিতাটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে upvote, comment ও follow করুন।
🎓 শ্রদ্ধা জানাই সকল শিক্ষককে — যাঁরা নিঃস্বার্থভাবে গড়ে তুলছেন আগামী প্রজন্ম।