Dawood Ibrahim want to surrender !

in #terrorists7 years ago

দাউদ ইব্রাহিম কাসকার ভারতে জন্ম নেওয়া এক আন্তর্জাতিক অপরাধ চক্রের প্রধান। তিনি দাউদ ইব্রাহিম নামেই বেশি পরিচিত। তিনি ১৯৫৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্ম গ্রহন করেন। তার পিতা ছিলেন একজন পুলিশের কন্সটেবল। তিনি ছোট বেলা থেকেই অপরাধ জগতে নাম লেখান। একটিু বড় হলে তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে যান। এর পর থেকেই তার অপরাধ জগতের প্রসার শুরু হয়। তিনি ১৯৯৩ সালের ১২ মার্চে সংঘটিত মুম্বাই হামলার প্রধান আসামী। সেই থেকেই তিনি পালাতক জীবন অতিবাহিত করছেন। তিনি পাকিস্তানে আত্মগোপন করে আছেন। কিন্তু পাকিস্তান এটা অস্বীকার করে । তিনি বর্তমানে নাকি খুবই অসুস্থ। তিনি তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন যে তিনি আত্মসমর্পন করতে চান এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ ভারতের মাটিতেই করতে চান। তবে তিনি আত্মসমর্পনের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন। কিন্তু ভারত সরকার কোন প্রকার শর্ত মেনে তাকে ফিরিয়ে আনবে না বলে সাফ জানিয়েছেন। অনেকে ধারনা করছেন যে তিনি ভারতে ফিরে আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করবেন।

Sort:  

This post has received a 0.08 % upvote from @drotto thanks to: @sanjayshil2018.

This post has received a 0.67 % upvote from @speedvoter thanks to: @sanjayshil2018.

This post has received a 0.41 % upvote from @booster thanks to: @sanjayshil2018.