জেনারেল রাইটিং || সব চোর একসাথে
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আপনাদের মাঝে একেবারে অসাধারণ একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি যখন এই পোস্ট তৈরি করছিলাম তখন আমার মনের মধ্যে অনেক কিছু আসছিল৷ সেই থেকে আমি আজকের এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আপনারা যখন সবকিছু দেখে নিবেন তখন তা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আপনারা আপনাদের বাস্তব জীবনেও এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা এরকম ঘটনা গুলোর সাথে জড়িত এবং তারা এরকম কাজগুলো প্রতিনিয়ত করে আসছে।
কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। তারা নিজেদেরকে এত বড় কিছু মনে করে যে সেই অহংকারের কারণে তাদেরকে কোন কিছু বলাও যায় না। তারা এতটাই বেশি অহংকারী হয়ে থাকে যে তাদেরকে যখন কোন মানুষ কোন কথা বলে তখন সেখানে তারা আর কোন কিছুই বলতে পারে না৷ এক্ষেত্রে যখন তারা সবকিছু করে নেয় তখন তাদের যে অহংকার রয়েছে সেটি আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়৷ তারা যদি এমন কোন কাজ করে ফেলে যা অন্য কেউ করতে পারেনি তখন তারা আরো বেশি অহংকারী হয়ে যায়। অহংকার তাদের এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যে কিছু কিছু মানুষ আবার তাদের সাথে তাল মেলাতে থাকে।
আর যখন সবাই একসাথে এরকম অহংকারী হয় এবং একসাথে কোন ধরনের কাজ করে অনেক ভালো কিছু অর্জন করার চেষ্টা করে তখন সবাই একে অপরের প্রতি যে আন্তরিকতা থাকে সেটি অনেক বেশি বৃদ্ধি পায়। আন্তরিকতা এত বেশি বৃদ্ধি পায় যে তাদের এই সম্পর্ক অনেকটাই গভীরে চলে যায়। এত গভীর সম্পর্ক হয়তো আমাদের অনেকের কাছে অজানা। তাদের এই গভীর সম্পর্ক যেভাবে এখানে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে তা প্রতিনিয়তই অনেক বেশি গভীর হয়। এত গভীর সম্পর্ক যখন অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে যায় তখন তাদের সেই অনৈতিক কাজগুলো আরো অনেক জোরদার হতে থাকে। তারা নিজেরাই যখন সেখানে চোরের ভূমিকা পালন করে তখন সেখানে তাদের যে সকল অন্যান্য লোকজন রয়েছে তারাও সেখানে লিপ্ত হয়।
আর এই ক্ষেত্রে অনলাইন জগতে অনেক বেশি চুরি হয়ে থাকে। অনলাইন জগতে যে সকল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই এবং এগুলো করা অনেক ধরনের খারাপের মধ্যে পড়ে। তবে তারা এগুলো অনেক গর্ব করে করতে থাকে। তারা এতটাই গর্বিত থাকে যে তাদের এই চুরিকে তারা গর্ববোধের বিষয় মনে করে। তবে তাদের কাছে এটি গর্বের বিষয় হলেও অনেকের কাছে এটি চুরি। এরকম চুরি করার মধ্য দিয়ে যখন কোন কিছু অর্জন করা হয় তখন তা তাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। কারণ আমরা সকলেই জানি যদি নৈতিকভাবে কোন কিছু নেওয়া হয় তাহলে সেটি কোনভাবে আমাদের কোন ক্ষতি করবে না। আর যদি কোন কিছু আমরা অনৈতিকভাবে নিয়ে নেই তাহলে তা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে।
এক্ষেত্রে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই যে আমরা যদি কোন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে এবং এমন কিছু খারাপ কাজের সাথে লিপ্ত থাকে যা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেটি তাদেরকে এতটাই লোভী করে তুলেছে যে তারা সেখান থেকে কোনভাবে বেরিয়ে আসতে চায় না। যতক্ষণ না পর্যন্ত তারা সেখান থেকে অনেক ভালো কিছু অর্জন করছে এবং সেখান থেকে যখন তারা এত বেশি পরিমাণে লোভী হয়ে গিয়ে অনেক কিছু অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন তা তাদেরকে অনেক কিছুই দেখায়। যখন এখানে অনেক কিছু দেখে নেয় এবং পেতে থাকে তখন সেখান থেকে তারা অনেক ভালো কিছু অর্জন করার চেষ্টা করে৷ যার ফলে আমরা একেবারে লোভী হয়ে যায়।
আর যখন একজন মানুষ এখানে কোন কিছুর প্রতি লোভী হয়ে যায় অথবা কোন কিছু যদি সেখান থেকে পেতে থাকে তাহলে তার যে সকল নিজস্ব লোকজন রয়েছে এবং তাদের একটা গ্রুপ আগে থেকে তৈরি করা ছিল সেটিকে তারা খুব ভালোভাবে সেখানে প্রবেশ করানোর চেষ্টা করে। সবাই একসাথে যখন এখানে অনৈতিকভাবে কোন কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করেও নেয়, তখন তা তাদের জন্য অনেক লোভী হয়ে যায়৷ তাই তারা যত বেশি সম্ভব তত বেশি মানুষকে প্রবেশ করানোর চেষ্টা করে৷ এখানে যখন তারা সবকিছু ভালোভাবে করে তখন তারা তাদের জন্য অনেক খারাপ কিছু বয়ে আনবে। একটা সময় যখন তারা সবকিছু দেখে একেবারে নিঃশেষ হয়ে যাবে তখনই তারা এসব সম্পর্কে বুঝতে পারবে৷ তবে এখন তারা লোভে পড়ার কারণে কোন কিছুই বুঝতে চাচ্ছে না।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
যথাপযুক্ত টপিকের উপর আপনার পোস্টের লেখাগুলি লিখেছেন। আসলেই আমাদের মাঝে একটা সময় গিয়ে কোন বিষয়ের প্রতি এতটাই অহংকার বোধ হয়ে উঠে যে আমরা সেই জিনিসের জন্য নিজেকে অনেক বেশি গর্বিত মনে করি যার ফলে আমাদের অহংকারের সৃষ্টি হয়। তাছাড়াও আরো বেশ কিছু সুন্দর কথা লিখেছেন আপনার পোস্টে ভালো লাগলো পড়ে।
অনেক সুন্দর হয়েছে আপনাদের মন্তব্যটি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/bijoy1__2024_SB/status/1968867344727330917?t=DfJzH2ixnyGTmEnZGC92Dg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1968689303313154474?t=ny_9hm-FP8YpEAQPxa2aVA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1968684000265793913?t=KCUhn0KPXJ4Ze9_KLNqsZg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1968683982607823156?t=V9BBIaPW6ZbC2hgSRDYT2g&s=19