শিক্ষানবিশ
ভোর রাতে যখন ঘুমোতে যাচ্ছিলাম, তখন ইচ্ছে করেই গভীরভাবে ভাবনা চিন্তায় নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। বহুদিন হলো অতীত নিয়ে ভাবা হয় না, একদম নিশ্চুপ পরিবেশ, চারিদিকে কোন কোলাহল নেই, একটু পরেই ভোরের আলো ফুটবে ফুটবে অবস্থা।
জানালার পর্দা সরাতেই শীতল হাওয়া যেন মস্তিষ্কে অন্যরকম শিহরণ জাগিয়ে তুলেছিল, মনে হচ্ছিল যেন মস্তিষ্কটা হাতের তালুতে নিয়ে আলতো করে ছুঁয়ে, বারবার ফেলে আসা জীবনের অতীতগুলো পর্যবেক্ষণ করে দেখছিলাম।
মাঝারি বিষয়ের ঘটনা পৃথিবীতে কেউ মনে রাখে না কিংবা মস্তিষ্ককেও সংরক্ষণ থাকেনা। যা থাকে, তা নিতান্তই ক্রোধ-ক্ষোভ,অপরিমেয় ভালোবাসা কিংবা স্মৃতি।
নিজের ব্যক্তিত্বের সঙ্গে দুটো বিষয় কখনোই আপোষ করিনি কিংবা করতেও ইচ্ছে করে না, সরাসরি কথা বলা বা সত্যকে আড়াল না করা ।
দেখুন, যা আপনার শুনতে জানতে মানতে ভালো লাগবে না, তা অন্য কেউ অনায়াসেই করবে এটাই তো স্বাধীনতা, তাই নয় কি!
তাহলে এতো দোহাই কেন ? অমুক-তমুক, চিনোস-জানোস, এতো বিশেষণ কেন? অধিক ভক্তি-তোষামোদী অন্য কেউ করতে পারে, আমি না।
জীবনের চলতি পথে অনেকের থেকে উপকৃত হয়েছি এটা যেমন সত্য, তারথেকেও বড় সত্য হয়তো তেমন কারো উপকারে আসতে পারিনি। ভুল হয়েছে অনেক কিংবা সঠিকটা বলার চেষ্টা করা বা সচেতনতার হাওয়া ছড়াতে গিয়ে, অনেকের ক্ষোভের কারণ হয়েছি-ক্রমাগত হয়েই যাচ্ছি।
তাহলে বলতে পারেন, বয়স তো আর কম হলো না, কি শিখলেন এতদিনে ?
সহজ উত্তরঃ এখনও শিক্ষানবিশ ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR