চুপচাপ
আজকাল আর মানুষের আচরণ দেখে কোন অবস্থাতেই অবাক হই না বরং ভাবি যেটা হচ্ছে সেটা নিতান্তই স্বাভাবিক। শুধু চিন্তা ভাবনা বিগত সময়ে পরিবর্তন ছিল না, এখন পারিপার্শ্বিক অবস্থা দেখে চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন এসেছে।
যে সমাজ বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে, সেখানে শুদ্ধতার বার্তা ছড়ানো বোকামো ছাড়া আর কিছুই না। তারপরেও অনেকে সবকিছু ভুলে, প্রতিনিয়তই শুদ্ধতার বার্তা নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, তবে তাদের ক্ষেত্রে ফলাফল যে খুব একটা সুখকর হয় তেমনটা না, বলতে গেলে নানারকম অপ্রীতিকর অবস্থার শিকার হতে হয়।
এই দূষিত সমাজে যারা মানুষ সাদৃশ্য আছে, তাদের না আছে মনুষ্যত্ব, না আছে বিবেক, না আছে সুশিক্ষা। সেসব যদি ন্যূনতম থেকেও থাকে তা হয়তো ক্ষমতা আর অর্থের কাছে বিক্রি করে ফেলেছে।
তাহলে এমতাবস্থায় করণীয় কি, হয় স্থান পরিবর্তন করা নতুবা যারা মনুষ্যত্বের চর্চা করছে, তাদের কাছাকাছি নিজের অবস্থান নিশ্চিত করা।
তবে সত্য কথা কি জানেন, যাদের কারণে সবাই চুপচাপ হয়ে যাচ্ছে কিংবা নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলছে, তাদের যে পরিণতি খুব একটা ভালো হয়, তেমনটা না।
সবকিছুই সময়ের উপর নির্ভরশীল, সময় বুঝিয়ে দেয় তার যোগ্য ফলাফল। বলতে পারেন, সময়ই আসল শিক্ষকের ভূমিকা পালন করে।
এই নষ্ট সমাজ একদিন হয়তো ঠিকই স্বাভাবিক হবে, তবে মাঝখান থেকে কেড়ে নেবে অনেক কিছু। তাই আজকাল আর কোন কিছুতেই অবাক হই না বরং চুপচাপ থাকি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
আসলেই ভাই সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। চারিদিকে সবাই শুধু নিজের স্বার্থ হাসিল নিয়ে ব্যস্ত থাকে। স্বার্থের কারণে মুহূর্তের মধ্যেই পল্টি মারে। তাই নিজের মান সম্মান নিয়ে চুপচাপ থাকাটাই উত্তম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।