অনুশোচনা
মোহমায়া, প্রাপ্তি, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, অহংকার,হিংসা, ক্রোধ, ক্ষমতা ও হাবিজাবি এসবের ভিড়েও অনুশোচনা বলে যে কিছু থাকে, তা আজকাল সবাই ভুলতে বসেছে।
ক্ষমার মাহাত্ম্য গুরুত্ব সবাই বোঝে কিন্তু প্রকাশ করে না কিংবা অনুতাপের অনলে পুড়ে কয়লা হয়েও, স্বীকার করতে চায় না নিজের ভুলটা। বিজয়ের আসক্তি এতটা প্রবলভাবে জেঁকে বসেছে,যাতে স্বল্প পিছিয়ে থেকেও যে টুকটাক নতুন কিছু শেখা যায়, এই বোধ শক্তি তেমন কারোই উদয় হয় না।
এই তারুণ্য, টগবগে রক্তের গরম, মগজধোলাই, প্রেমহীন সত্তা, অসুর মনোভাব, প্রতিপত্তি সবকিছুই একটা সময় বিলীন হয়ে যায়!
কতজনকে মরণব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হতে দেখেছি, অগ্নিঝরা চোখ গুলোর মাঝে কতো যে আকুতির ছাপ দেখেছি, যে অর্থ প্রতিপত্তি নিরীহ মানুষকে পুঁজি করে কিংবা নিয়মকানুনের ফাঁকফোকরে কামাতে দেখেছি, সেই অর্থ আবার শেষবেলা তে বন্যার জলের মতো ভাসতেও দেখেছি।
জগৎটা আসলে সমানুপাতিক। ফলাফলের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, কোন কিছুই বাকি থাকেও না বা থাকবেও না।
বিশ্বাস করেন, এ শহরের আনাচে-কানাচে, শুধু একটা বার নিজের কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থীদের হাজারো আকুতির গুঞ্জন শুনেছি। শুনেছি, অনেকে ক্ষমা না পেয়ে অসহ্য যন্ত্রণায় ক্রমাগত কাতর হয়ে গিয়েছে।
সুতরাং অনুশোচনা যদি জাগ্রত হয়েই যায়, তাহলে নিজেকে মুক্তি দিন, কেননা জীবন আপনাকে এমন সুযোগ বারবার দেবে না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR