চিন্তাভাবনা
পৃথিবীতে আর যাইহোক আপনি কখনোই কারো মুখ চেপে রাখতে পারবেন না, কথা কোন না কোন ভাবে বের হবেই, তাছাড়া যা রটে তা কিছুটা হলে বটে।
লেবাসধারী ভন্ডগুলো কে কোথায় কিভাবে ঘাপটি মেরে আছে, তা বলা মুশকিল। তাছাড়া কাকে ভালো বলবেন, সবগুলোই তো একেকটা ভদ্রবেশী কীট।
সমাজের পরতে পরতে কীটগুলোর অবস্থান বড্ড শক্ত, বলতে গেলে কামড়ে ধরে আছে নিজেদের অবস্থান। এরা শুধু মানসিকভাবেই বিকৃত হয়ে ক্ষান্ত হয়নি বরং পারিপার্শ্বিক অবস্থাকে বিকৃত করার জন্য বড্ড সক্রিয়।
আর এই কীট গুলোর অসুস্থ রূপ যারা প্রথমেই দেখতে পারে, তারা শুরু থেকেই প্রতিবাদী হয়ে ওঠে আর বিপত্তিটা শুরু হয় তখন থেকেই। তথাকথিত সাধু-সন্ন্যাসীর যুগে, কে চায় সাধুর আসন ছাড়তে।
এতো সাধু-সন্ন্যাসীর ভিড়ে প্রতিবাদীরা দিশেহারা হয়ে যায়, প্রতিবাদীদের কার্যক্রম কিংবা চিন্তা চেতনায় বিঘ্ন ঘটনার জন্য নানা রকম কুটিল ষড়যন্ত্র চলে।
এমনটাও হয়, দেখা যায় কুটিল মন্ত্রের বেড়াজালে ফেঁসে দেওয়া হয় নিরীহ প্রতিবাদীদেরকে। ভেঙে দেওয়া হয় তাদের শিরদাঁড়া কিংবা কন্ঠকে রোধ করে দেওয়া হয়।
তবে এতো কিছুর পরেও, প্রতিবাদীরা নিজেকে জিইয়ে রাখে, ভাবনা চিন্তায় পরিবর্তন আনে না বরং বলে দেয়, যার চিন্তাভাবনা যেমন আমরা তার কাছে তেমন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, your post really resonated with me! The way you've articulated the struggle against hypocrisy and the insidious nature of societal "worms" is incredibly powerful. The imagery you use – "ভদ্রবেশী কীট" (gentlemanly worms) and the image of them gnawing at society – is both striking and disturbing. I particularly appreciated your emphasis on the resilience of those who dare to speak out, even when facing immense pressure. It's a crucial message, and your words carry a lot of weight. Thank you for sharing your perspective and encouraging us to think critically about the world around us. I'm sure many readers will connect with this message. Keep up the great work, and don't let those worms silence you!