পারিবারিক ভাবে কাটানো সময়
শুক্রবারের দিনে একটু ঘরোয়া অনুষ্ঠান হলে ভালোই লাগে। কেননা আর যাইহোক অনেকগুলো খাবারের স্বাদ গ্রহণ করা যায়। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই সেভাবে বাহিরে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি।
তাছাড়া এদিন মোটামুটি সবাই বাড়িতেই থাকে, যেহেতু ছুটির দিন তাই কাজের চাপ অনেকটাই কম। অনেকটা আরাম আয়েশে গল্প করেই কাটে সময় গুলো।
আমি তো সকাল থেকে বই পড়তে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর রান্নাঘরে টুকটাক গিন্নিকে সহযোগিতা করেছিলাম। তাছাড়াও মেজাজটাও বেশ ফুরফুরে ছিল।
ভীষণ সাদামাটা আয়োজন ছিল আজকের খাবার তালিকায়, সব দেশীয় খাবার। বিভিন্ন রকম সবজি, ভাজি, মুরগির মাংস, মাছ, ভর্তা, ডাল আর সাদা ভাত।
খাবার টেবিলে এমন আয়োজন দেখে, গিন্নির প্রতি মন থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। সে যে এই বৃষ্টির দিনে কষ্ট করে এমন আয়োজন করেছে, এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার ।
যেহেতু বাড়িতে আজ সবাই ছিলাম, তাই বলতে গেলে দুপুর বেলার দিকে সবাই জমিয়ে গল্প করে খাবার খাওয়া করা হয়েছে।
একটা বিষয় আজ বেশ ভালোভাবে বুঝতে পারলাম, যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই সবাই মিলে একত্রে সময় কাটানো খুবই দরকার ।
এমন সময় মাঝেমাঝে আসা দরকার, তাতে অন্তত একে অপরের টুকটাক খোঁজখবর নেওয়া যায় এবং পরিবারের ভিতরে বন্ধন বেশ দৃঢ় হয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @shuvo35, this post is radiating warmth and family love! The photos of your homemade Bangladeshi feast are absolutely mouthwatering – what a spread! 🤤 It’s beautiful how you've captured the essence of a perfect Friday: rain outside, delicious food inside, and quality time with loved ones. I especially appreciate your reflection on the importance of unity and connection within a family. Posts like these remind us of what truly matters. Thank you for sharing this glimpse into your life! What's your favorite dish from the meal you shared? I'd love to know!
আসলে শুক্রবারের দিনটা একেবারে স্পেশাল মনে হয়। তাই শুক্রবারে পরিবারের সাথে দারুণ সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। পাশাপাশি মজার মজার খাবার খেতে পারলে আরও বেশি ভালো লাগে। হীরা ভাবী বেশ ভালোই আয়োজন করেছে দেখছি। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
মাঝে মাঝে পরিবারকে এরকম সময় দেওয়া উচিত। পরিবারের সাথে এরকম ফুরফুরে মেজাজে সময় কাটাতে পারলে আরো বেশি আনন্দময় হয়ে উঠে সময়গুলি। আপনার,শুক্রবারে পরিবারের সাথে কাঠানোর অনুভূতি জানতে পেরে ভালই লাগলো।