মাওলানা ভাসানী সেতু

in আমার বাংলা ব্লগ17 hours ago

গত কয়েকদিন আগে পরিবার নিয়ে সাড়ে তিন ঘন্টা মোটর বাইক চালিয়ে চলে গিয়েছিলাম সেই তিস্তা নদীর উপরে। মূলত সুন্দরগঞ্জের হরিপুরের শেষ প্রান্ত থেকে চিলমারী শুরুর মাঝ দিয়ে সুবিশাল তিস্তা নদী চলে গিয়েছে।

8758.jpg

8757.jpg

8756.jpg

8608.jpg

8607.jpg

8605.jpg

8755.jpg

8754.jpg

8759.jpg

8760.jpg

8761.jpg

8762.jpg

8763.jpg

8764.jpg

8765.jpg

8766.jpg

8768.jpg

8767.jpg

8769.jpg

8783.jpg

8784.jpg

8785.jpg

ভিডিও লিংক

সেখানেই মূলত খুবই সাম্প্রতিক সময়ে, মাওলানা ভাসানী সেতু নির্মিত হয়েছে। এটা উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ সেতু। এত বড় সেতু, যা কিনা নদীর এপাশ থেকে ঐপাশ পর্যন্ত পুরোপুরি দেখা যায় না।

আসলে, আমাদের স্থানীয় এলাকা থেকে অনেকেই এই সেতুটা দেখার জন্য গিয়েছিল, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই সেখানে যাব।

অবশেষে গত দুই সপ্তাহ আগে সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল। খুব সকালে পরিবার নিয়ে রওনা দিয়েছিলাম, যেহেতু দীর্ঘ অনেকটা পথ জার্নি করতে হবে এবং বলতে গেলে সবকিছু অজানা অচেনা, তাই অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল নিজের মাঝে।

তবে সেই অনুভূতি আরো গাঢ় হয়েছিল, স্বচক্ষে সেতুটা দেখার পরে। এত সুন্দর পরিবেশ যা আসলে বলার বাহিরে। এই যে দীর্ঘ পথ জার্নি করে এসেছিলাম, সেই সব ক্লান্তি যেন মুহূর্তেই ভুলে গিয়েছিলাম। সেতুটা এতো সুন্দর, যা বলার বাহিরে।

তাছাড়া এই সেতুর মাধ্যমে দুইপাশের মানুষের যোগাযোগ খুব ভালোভাবে হয়েছে এবং সেখানকার মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হয়েছে।

তাছাড়া প্রতিনিয়ত দর্শনার্থীরা সেখানে ঘুরতে আসে এবং সেতুকে ঘিরে বিনোদনের ব্যবস্থা তৈরি হয়েছে, তাই সব দিক থেকে বলতে গেলে সেদিন সময়টা আমাদের বেশ ভালই কেটেছে এবং আমরাও দীর্ঘদিন পরে মানসিকভাবে বেশ প্রফুল্ল বোধ করেছি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png