ছাইপাশ
মিথ্যার বেড়াজালে সত্যের অবস্থা একদম কাহিল, বলতে গেলে ধুঁকে ধুঁকে কোনরকমে টিকে আছে। কোথায় সত্য, সব ছাইপাশ। বিরক্তিতে যেমনটা অতিষ্ঠ তেমনটা ক্লিষ্ট।
একটার পর একটা সাজানো মিথ্যা, সময় গড়ায় তারিখ পরিবর্তন হয় কিন্তু মিথ্যা আর সত্যতে পরিণত হয় না।
যে দমটা সত্য বলতে লাগে, সেটা সবার বুকে থাকে না। আচমকা মিথ্যা ছাইপাশের বেষ্টনী তে নিমজ্জিত হয়ে, সময়টাকে বড্ড কঠিন বানিয়ে ফেলেছি।
নিজের চলতেই বেশ বেগ পেতে হচ্ছে, তার ভিতরে অনেকগুলো পয়সা এদিক সেদিক ধার দিয়েছি, অনেকটা আকুতি মিনতির শিকার হয়ে, সেকি চোখের অশ্রুজল। তাই মনটা গলে গিয়েছিল, পয়সা ধার দিতে অনীহা প্রকাশ করিনি।
কে জানতো এতো লম্বা একটা বাঁশ খেতে হবে, শুধু তারিখ আসে আর তারিখ আসে, তারিখ আর বাস্তবায়ন হয় না। আর এদিকে আমার নিজের অবস্থা কঠিন থেকে আরো কঠিন হতে যাচ্ছে।
আপনজনের কাছ থেকে যে শিক্ষাটা পাবেন, সেটা সারাজীবন মনে থাকবে। আমার সঙ্গে যা ঘটছে, তার মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনজনই রয়েছে। আপনজনের উপকার করতে গিয়েই, যেমনটা বাঁশ খেয়েছি তেমনটা এখন নিজেই আকুতি মিনতি করছি।
এভাবে যে মানসিক গেমের শিকার হতে হবে, তা যেন ভুলেও বুঝতে পারিনি। সব ছাইপাশ, তার বাইরে আর কিচ্ছু না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো! সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, আপনজনের কাছ থেকে পাওয়া শিক্ষা, এবং বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা - এই বিষয়গুলো খুবই গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখায় একটা সরলতা আছে যা পাঠকের মন ছুঁয়ে যায়। বিশেষ করে ঋণের অভিজ্ঞতা এবং মানসিক কষ্টের বর্ণনা হৃদয়বিদারক।
ছবিগুলো লেখার সাথে খুব মানানসই হয়েছে এবং পুরো পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ধরনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি অন্যদেরকেও অনুরোধ করবো আপনার এই পোস্টে মন্তব্য করে তাদের মতামত জানাতে। আপনার ডিসকর্ড লিঙ্কও দেওয়া আছে, যেখানে আরও আলোচনা হতে পারে। লেখাটি শেয়ার করার জন্য আবারও ধন্যবাদ!
আসলে আমাদের আপনজনেরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। বিশেষ করে তাদের সাথে যখন লেনদেন করা হয়,তখন বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়। তাই আপনজনের সাথে লেনদেন না করাটাই উত্তম। যাইহোক আপনি আপনার টাকা দ্রুত ফেরত পান,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অল্প অল্প করে ফেরত দেয় আর শুধু তারিখ পরিবর্তন করে ভাই । সব মিলিয়ে একদম বাজে অবস্থা।
মানুষের হাতে টাকা গেলে বর্তমানে এমনটাই হয় ভাই। তাই টাকা ধার না দেওয়াটাই উত্তম।