শায়ানের নতুন সাইকেল।
আমার এখনো খুব ভালোভাবে মনে আছে, আমি যখন ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম, সেসময় আম্মু আমাকে কথা দিয়েছিল সাইকেল কিনে দেওয়ার জন্য। পরবর্তীতে অবশ্য আম্মু সেই কথা রেখেছিল।
লাল রঙের সাইকেল কিনে দিয়েছিল, সেই সাইকেল নিয়ে এদিক সেদিক কত যে ছুটে বেরিয়েছি তার কোন হিসেব নেই। মাধ্যমিক পর্যন্ত সাইকেলটা বেশ সযত্নে ছিল।
ভিডিও লিংক
তারপর যতো সময় গড়ে গিয়েছে, ততোই সাইকেলের প্রতি দুর্বলতা অনেকটাই কমে গিয়েছিল। হয়তো তা বয়স বৃদ্ধি নামক গোলকধাঁধার চক্করে পড়ে।
আজ আমি নিজেই বাবা, বাবু যতো বড় হচ্ছে দিন দিন ততোই ওর আবদার বাড়ছে। যেখানটাতে থাকি তার আশেপাশের অনেক বাচ্চাদের সাইকেল আছে, মূলত এজন্যই বাবুর আবদার।
যদিও চেয়েছিলাম আর অল্প কিছুদিন পরেই কিনে দিব, তবে বাবু যেভাবে জেদ শুরু করেছিল, তাতে এক প্রকার বাধ্য হয়েই কিনতে হয়েছে সাইকেলটি।
অবশেষে সেদিন চলে গিয়েছিলাম শহরে, দুরন্ত সাইকেল গ্যালারিতে। মজার ব্যাপার হচ্ছে, দোকানে যাওয়ার পরে বাবু আর সাইকেল নিতে চাচ্ছিল না , ও চাচ্ছিল চার্জিং মোটরবাইক কেনার জন্য।
যাইহোক অবশেষে আমরা দেখেশুনে একটা লাল রঙের সাইকেল কিনেছিলাম বাবুর জন্য । বাসায় আসার পরে বাবু বেশ খুশি হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে গেলে কি, বাবা হয়ে সন্তানের আবদার পূর্ণ করতে পেরেছি, এতেই অন্যরকম প্রশান্তি কাজ করছিল নিজের মাঝে।
সেদিনের সেই সাইকেল গ্যালারিতে কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, this is such a heartwarming post! It's beautiful how you've woven together your childhood memory of getting a cycle with the joy of fulfilling your son's wish. The red cycle seems to be a symbol of happiness passed down a generation! I especially enjoyed how you captured the relatable moment of your son wanting a motorbike instead! 😂 Fatherhood truly is a unique experience, isn't it? The video really brings the story to life. Thanks for sharing this personal and delightful moment with us. I am sure many parents on Steemit can relate to your story. Keep up the great work!
দারুণ এক ছোট্ট স্মৃতির পরিপূর্ণতা। ❤️ শায়ান বাবুর নতুন সাইকেল পাওয়ার গল্পটা যেন সময়ের এক নিখুঁত চক্র। একসময় আপনি পেয়েছিলেন লাল রঙের সাইকেল, আর আজ বাবু পেলো ঠিক তেমনই এক লাল সাইকেল । যেন ভালোবাসা আর স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে।সন্তানের মুখে হাসি ফোটানোই একজন বাবার সবচেয়ে বড় অর্জন । ভাইয়া আপনি তা সুন্দরভাবে তুলে ধরেছেন। ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো ছোট্ট শায়ান বাবুর জন্য।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে সুন্দর মন্তব্য করার জন্য।