গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম
গত কয়েকদিন আগে আমাদের এলাকার মিনি স্টেডিয়াম দেখতে গিয়েছিলাম। খুবই সাম্প্রতিক সময়ে এটি তৈরি হয়েছে। স্টেডিয়ামে গিয়ে বারবার পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল।
আমাদের সময় শহরে তেমন একটা খেলার মাঠ ছিল না বললেই চলে, যে দু একটা খেলার মাঠ ছিল, সেগুলোর অবস্থান ছিল শহরের বাহিরে। তাই বলতে গেলে আমাদের খেলাধুলা হতো বাসার সামনে, পাড়ার গলির ভিতরে কিংবা এলাকার ভিতরে ছোট ছোট ফাঁকা জায়গা গুলোতে।
ভিডিও লিংক
একটা সময় পরে তো এতো ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে উঠেছিল , যা বলার বাহিরে। তখন দূরে গিয়েই খেলাধুলা করে আসতে হতো। এভাবেই আমাদের শৈশব কেটেছিল।
তাছাড়া আরো কিছুদিন আগে, আমাদের শৈশবের যে খেলার মাঠগুলো ছিল, সেগুলো হাইওয়ে রাস্তা সংস্করণের কারণে অর্ধেকটাই মূল রাস্তার ভিতরে চলে গিয়েছে, যার কারণে বলতে গেলে এখন শহরের ভিতরে তেমন আর খেলা মাঠ নেই বললেই চলে ।
যেহেতু খুবই সাম্প্রতিক সময়ে মিনি স্টেডিয়াম স্থাপিত হয়েছে, তাই বলা যায় এখন আর খেলার মাঠের ঘাটতি এলাকায় নেই বললেই চলে । বেশি ভালো লেগেছে, বৃষ্টির দিনে গিয়েও দেখি তরুণ ছেলেগুলো ফুটবল খেলায় মেতে উঠেছে।
বিশ্বাস রাখছি, যদি ছেলেরা এখন খেলার মাঠের দিকে ফিরে আসে এবং প্রতিনিয়ত খেলাধুলা ঠিকঠাক মতো করে, তাহলে হয়তো আমাদের এলাকা থেকে অনেক উদীয়মান তরুণ খেলোয়াড় বের হয়ে আসবে।
সবমিলিয়ে সেদিন সময়টা ভালোই কেটেছিল, আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
@shuvo35, this post really resonated with me! It's wonderful to see the new mini-stadium in your area. Your reflection on childhood games in limited spaces really paints a vivid picture. It's so true, those early games create lasting memories. The photos capture the stadium's vibrant atmosphere so well, and the video is a great addition. It's inspiring to see young people actively playing sports, and I agree that this stadium could be a breeding ground for talented athletes. Thanks for sharing this positive development in your community! I hope to visit someday. What kind of sports do the young people play most often?
আসলে খেলাধুলা করার জন্য মাঠ থাকাটা অত্যন্ত জরুরী। তবে এখন তো মাঠ খুঁজে পাওয়াটা মুশকিল। তবে আপনাদের দিকে মিনি স্টেডিয়াম স্থাপিত হয়েছে,এটা দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।