গোল্ডেন গেট স্কুল
এখন থেকে কয়েক বছর আগে, আমেরিকা প্রবাসী এক শিক্ষিকার সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হতো। যদিও সে বহু আগেই আমেরিকায় চলে গিয়েছে এবং সেখানে গিয়েই পরবর্তীতে উচ্চতর ডিগ্রি নিয়েছে এবং বিয়েটাও করেছে আমেরিকান শিক্ষককে।
তিনি নিজে বাংলাদেশী হলেও, তার স্বামী সরাসরি আমেরিকান এবং তার সন্তানেরা জন্মসূত্রে আমেরিকান। তার দুজন সন্তানের ভিতরে একজন ডাক্তার এবং আরেকজন সোশ্যাল সায়েন্সে পিএইচডি ক্যান্ডিডেট।
সোশ্যাল মিডিয়াতে বহু মানুষের সঙ্গে বহুভাবেই পরিচয় হয়েছে, তবে এই শিক্ষিকা ভদ্রমহিলার সঙ্গে পরিচয়টা একটু ব্যতিক্রম ভাবে হয়েছিল। আসলে ভদ্রমহিলা আর অল্প কিছুদিন পরেই আমেরিকার শিক্ষাকতা পেশা থেকে অবসরে যাবেন।
তাছাড়াও তার নিজের দেশের প্রতি কিছুটা দুর্বলতা আছে, সেই জায়গা থেকেই মূলত দেশে তার গ্রামের বাড়িতে একটা স্কুল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল।
তবে মজার ব্যাপার হচ্ছে, তার স্বপ্নের স্কুলটা দেশে ঠিকই প্রতিষ্ঠা হয়েছে, তবে তিনি এখন পর্যন্ত আমেরিকা থেকে এখানে আসতে পারেননি। বলতে গেলে, ভিডিও কলে তিনি এখানকার বাচ্চাদের শিক্ষা দিয়া থাকেন।
তাছাড়াও তার এমন উদ্যোগ এলাকায় বেশ ভালো সাড়া ফেলেছে এবং তার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হচ্ছে আমার পরিচিত বড় ভাই, একদম প্রান্তিক অঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধায় নির্মিত স্কুলটি ইতিমধ্যেই গ্রামের মানুষের কাছে অধিক জনপ্রিয়। বলতে গেলে অনেকটা বিনামূল্যেই শিক্ষা কার্যক্রম চলে সেখানে।
ভদ্রমহিলার এমন কার্যক্রম কে আমি অবশ্যই সাধুবাদ জানাই, সুদূর আমেরিকাতে থেকেও দেশের জন্য যে তার ভাবনা, এটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে।
সৌভাগ্য হয়েছিল, সেদিন আমার সেই পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে স্কুলটি সরাসরি পরিদর্শন করার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
আপনার এই বড় ভাইকে দেখে তো মনে হচ্ছে আপনার সেই দোলন ভাই। তবে সে যাই হোক আমেরিকায় থাকা সেই ভদ্রমহিলার এমন উদ্যোগের প্রতি আমি আমার অন্তর থেকে গভীরভাবে সাধুবাদ জানাচ্ছি আশা করি তিনি খুব শীঘ্রই দেশে আসতে পারবেন এবং সরাসরি সেই স্কুলে শিক্ষাদান করতে পারবেন সকলের জন্যই শুভকামনা রইল।
আপনি একদম ঠিক বলেছেন, এটা দোলন ভাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আসলে বর্তমান যুগে এমন মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল। আপনি অনেক দিন আগেই পোস্টের মাধ্যমে বলেছিলেন, সেই স্কুলের দায়িত্বে দোলন ভাই থাকবেন। আশা করি সেই ভদ্রমহিলা আমেরিকা থেকে শীঘ্রই দেশে ফিরবেন এবং উনার স্বপ্নের স্কুলটা সামনা-সামনি দেখবেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
হুম ভাই, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো শীঘ্রই আমেরিকা প্রবাসী ভদ্রমহিলা বাংলাদেশে চলে আসবে।