বাবু জ্বরে আক্রান্ত
দুদিন থেকে মনের অবস্থা একদম ভালো নেই, একটার পর একটা সমস্যা আমার সঙ্গে লেগেই আছে , সব মিলিয়ে সময়টা একদম পক্ষে যাচ্ছে না।
টানা বৃষ্টিতে সময়টাও কাটছে একদম গৃহবন্দী হয়ে। আমার নিজের খুব একটা বেশি অসুবিধা না হলেও, অসুবিধা হয়েছে বাবুর জন্য। ও বাইরে ঘুরতে পারছে না, যার কারণে ঘরের ভিতরে ছটফট করছিল।
তাছাড়া কিভাবে যে ও বৃষ্টির পানিতে ভিজেছে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি। মূলত গত দুদিন আগে, দুপুরবেলার দিকে সবাই যখন ঘুমিয়ে ছিলাম , সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। ও সেই সময়ে বড় গেট খুলে বাহিরে গিয়ে বৃষ্টির পানিতে ভিজেছিল।
বাবু দিন দিন যত বড় হচ্ছে, ততোই নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড ক্রমাগতই করছে। এজন্য অবশ্য ওর আম্মুর কাছ থেকে বড্ড বকা খায়, তবে তারপরেও ও কোন কথা শোনে না। দিনদিন ওর জেদটাও বাড়ছে। তবে আমি ওর ব্যাপারগুলো ভীষণ উপভোগ করি।
হঠাৎ করেই বৃষ্টিতে ভিজে, গতকাল রাত থেকে ওর শরীরে জ্বর চলে এসেছে । জ্বর যেন কোনভাবেই কমছে না, যদিও গতরাতেই আমার পুরনো ডাক্তার কলিগদের শরণাপন্ন হয়েছিলাম এবং এখনো তাদের পরামর্শের উপরেই আছি।
তারা আমাকে বলেছে, এখন আসলে ঋতু পরিবর্তন হচ্ছে তো, যার কারণে সবারই কমবেশি জ্বর হচ্ছে। যে চিকিৎসা কলিগরা দিয়েছে, সেই ওষুধ গুলোই প্রতিনিয়ত চলছে।
তারপরেও বাবুর জন্য কিছুটা খারাপ লাগছে, মনে হচ্ছে ও যদি দ্রুত সুস্থ হতো, তাহলে মানসিকভাবে কিছুটা চাপ কমতো এবং প্রচুর শান্তি পেতাম। আসলে বাচ্চার অসুখ হলে, বাবা-মা কেউ যেন শান্তিতে থাকতে পারে না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, your post really resonated with me! The pictures of your little one are adorable, even if he's a bit mischievous! I can totally relate to the worry you're feeling with him having a fever. It's so true that a child's illness affects parents the most. The rainy season definitely keeps everyone cooped up! I appreciate you sharing such a personal and heartfelt moment with us. I hope your little guy feels better soon! Sending positive vibes your way.
একেবারে যথার্থ বলেছেন ভাই, সন্তান অসুস্থ হলে মা বাবার মাথা ঠিক থাকে না। আশা করি শায়ান দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।