খেলা
আজকাল আর ইচ্ছে করেই খেলা দেখি না, কেন দেখিনা সেই বিষয়ে যদি পরিষ্কার করে বলতে চাই, তাহলে যে ব্যাপারগুলো প্রতিনিয়ত সামনে আসবে তা বেশ জটিলতা সম্পন্ন।
তাও তো এক যুগের অধিক সময় আগে খেলা দেখা বাদ দিয়েছি, এত আবেগ উত্তেজনা কিংবা প্রতিনিয়তই হেরে যাওয়ার গ্লানি কোনভাবেই সহ্যকর নয়।
তাছাড়া এমনও হয়েছে তীরে এসে তরী ডোবা কিংবা সহজ খেলা কে আরো জটিল করে তোলা। সবমিলিয়ে বিষয়গুলো আমার সঙ্গে যায় না।
এই উপলব্ধি এসেছে এক যুগ আগেই, যার কারণে স্থির হয়ে গিয়েছি। তাছাড়াও মাঝে মাঝে খেলা গুলো এতটাই উত্তেজনাপূর্ণ হয়, যেটা সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলতে পারে কিংবা অসুস্থ মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতেও সহযোগিতা করতে পারে, সহজ কথায় হার্ট অ্যাটাক।
আমরা বড় আবেগি জাতি, ১২ বলে যদি ৭২ রান লাগে, তাও প্রতি বলে ৬ রান করে হিসাব করে রাখি, কেননা জেতার আগ্রহ প্রবল।
যাইহোক সামাজিক যোগাযোগ মাধ্যমে গতরাত থেকেই অনেকের নানারকম খেলা নিয়ে মতামতের পোস্ট এবং প্রচুর বিশ্লেষণ দেখেছি, তবে এত কিছুর মাঝেও খেলাটা আর দেখে ওঠার সুযোগ পাইনি। পাইনি বললে ভুল হবে, বলতে গেলে ইচ্ছে করেই দেখিনি।
একটা সময় কত আবেগ জড়িয়ে ছিল, কতবার যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কত যে খেলা নিয়ে পাগলামি করেছি, তার কোন হিসাব নেই।
আর আজ পুরাই ঠান্ডা, ফলাফল নিয়েও কোন মাথা ব্যাথা নেই। হয়তো পরিস্থিতির কারণে নতুবা বাস্তবতা মেনে নিয়ে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
একসময় বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা কখনোই মিস হতো না। কিন্তু এখন মাঝেমধ্যে দেখা হয়। কারণ বাংলাদেশের ম্যাচ দেখলে আসলেই খারাপ লাগে। বিশেষ করে চোখের সামনে যখন দেখি জেতা ম্যাচ হেরে যাচ্ছে, তখন সত্যিই কষ্ট লাগে। দুই দিন আগে পাকিস্তানের সাথে জেতা ম্যাচটা হেরেছে বাংলাদেশ। আমি পুরো ম্যাচটা দেখেছিলাম। দুবাই স্টেডিয়ামে ১৩৬ রানের টার্গেট চেজ করা কঠিন ব্যাপার ছিলো না। সিঙ্গেলের উপর খেললেও ম্যাচটা জিততে পারতাম আমরা। কিন্তু সবাই ৪/৬ মারা নিয়ে ব্যস্ত। এতো ছোট টার্গেট পেয়েও ফাইনালে ওঠার সুযোগ মিস করলো বাংলাদেশ।